নবম শ্রেণী
বাংলা সাজেশন
নোঙর
অজিত কুমার দত্ত
পর্ব ১
বহু বিকল্পীয় প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ নোঙর কবিতাটি কার লেখা?
(ক) সঞ্জয় ভট্টাচার্য
(খ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(গ) কৃষ্ণ ধর
(ঘ) অজিত কুমার দত্ত
উত্তর: (ঘ) অজিত কুমার দত্ত
প্রশ্নঃ কবি কি পার হচ্ছিলেন?
(ক) সিন্ধু
(খ) সমুদ্র
(গ) খাল
(ঘ) নদী
উত্তর: (ক) সিন্ধু
প্রশ্নঃ দাঁড় টানা মিছে বলে কেন কবির মনে হয়েছে?
(ক) লক্ষ্যে পৌছাতে পারবেন না বলে
(খ) নোঙর বাঁধা আছে বলে
(গ) জোয়ার আছে বলে
(ঘ) অগ্রগতি সম্ভব নয় বলে
উত্তর: (খ) নোঙর বাঁধা আছে বলে
প্রশ্নঃ নোঙর কোথায় পড়ে গিয়েছেন?
(ক) তটের কিনারে
(খ) বালিয়াড়িতে
(গ) সমুদ্রসৈকতে
(ঘ) সমুদ্রের গভীরে
উত্তর: (ক) তটের কিনারে
প্রশ্নঃ ঢেউগুলি ফুলে উঠেছে কেন?
(ক) ভাটা চলছে বলে
(খ) প্রবল বেগে বাতাস উঠছে বলে
(গ) জোয়ার এসেছে বলে
(ঘ) জলোচ্ছ্বাসের ফলে
উত্তর: (গ) জোয়ার এসেছে বলে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ