নবম শ্রেণী
বাংলা সাজেশন
নিরুদ্দেশ
প্রেমেন্দ্র মিত্র
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ নিরুদ্দেশ গল্পটির লেখক হলেন -
(ক) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) তারকনাথ গঙ্গোপাধ্যায়
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: (ঘ) প্রেমেন্দ্র মিত্র
প্রশ্ন:সে বিস্মত ভীত কণ্ঠে বললে -
(ক) আপনারা কি আমাকে চিনতে পারছেন না
(খ) দেখুন কিছু মনে করবেন না
(গ) এ তো আমার ফটো
(ঘ) বুঝতে পারছেন না আমি শোভন
উত্তর: (খ) দেখুন কিছু মনে করবেন না
প্রশ্নঃ কাঁচের শার্সির ভেতর দিয়ে বাইরের রাস্তাঘাট কেমন ছিল?
(ক) স্বচ্ছ
(খ) ঝাপসা
(গ) অর্ধস্বচ্ছ
(ঘ) বাস্তব
উত্তর: (খ) ঝাপসা
প্রশ্নঃ 'মনে হইতেছে আমরা যেন'-কি মনে হচ্ছে?
(ক) পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল
(খ) ট্র্যাজেডির শিকার
(গ) সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি
(ঘ) সম্পূর্ণ একটি কাহিনী শুনছি
উত্তর: (গ) সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি
প্রশ্নঃ বাবা কোন সময় ছেলের খোঁজ করতেন?
(ক) খেতে বসার সময়
(খ) অফিস যাবার সময়
(গ) ঘুমোতে যাবার সময়
(ঘ) অফিস থেকে বাড়ি এসে
উত্তর: (ক) খেতে বসার সময়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ