নবম শ্রেণী
বাংলা
কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি
মুকুন্দরাম চক্রবর্তী
পর্ব ৪
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রশ্ন :'চারিমেঘ'বলতে কোন মেঘকে বোঝানো হয়েছে?
উত্তর:'চারিমেঘ'বলতে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ-চার প্রকারের কে বোঝানো হয়েছে।প্রশ্ন :'প্রজা দিল রড়'-'রড়' শব্দের অর্থ কি?
উত্তর: দৌড়ানো বা ছুটে যাওয়া।
প্রশ্ন :'বেঙ্গ তরকা বাজ'কি?
উত্তর:ব্যাঙের মতন তড়কা করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে তাকে বেঙ্গল তড়কা বাজ বলে।
প্রশ্ন :'উঠে-পড়ে ঘরগুলো করে দলমল'-ঘরগুলো দলমল করার কারণ কি?
উত্তর: সাত দিনের বর্ষণে কলিঙ্গ শহরে প্রবল বন্যা হয়। পর্বত সমান ঢেউ হয়ে বন্যার জল আসে পড়ে ঘরগুলোতে। তাই সেখানকার ঘরগুলো দলমল করছিল।
প্রশ্ন :জৈমিনি কে কখন তারা স্মরণ করে?
উত্তর: কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ করতে থাকে। সেই সময় ভীত জৈমিনি কে স্মরণ করে।
প্রশ্ন :'না পারে দেখিতে কেহ রবির কিরণ'-রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি?
উত্তর: কলিঙ্গ দেশে সাতদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়, কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে থাকে। তাই কলিঙ্গ বাসি রবির কিরণ দেখতে পারেনি।
প্রশ্ন :শ্রীকবিকঙ্কণ কোন গান গেয়েছেন
উত্তর:শ্রীকবিকঙ্কণ অম্বিকা মঙ্গল গান গেয়েছেন।



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ