নবম শ্রেণী
বাংলা সাজেশন
ইলিয়াস
লিও তলস্তয়
পর্ব ৪
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ইলিয়াসের দুরবস্থা কখন চরমে উঠেছিল?
উত্তর : 70 বছর বয়সী ইলিয়াসের অবস্থা খারাপের সঙ্গে সঙ্গে তার শরীরের শক্তি কমে যায়। তখন সে তার পশমের কোর্ট, কম্বল, ঘোড়ার জিন, তাবু এবং সবশেষে গৃহপালিত পশু গুলো বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে শেষ অবস্থায় পৌঁছায়।
প্রশ্ন : ইলিয়াসের বাসস্থান কোথায় ছিল?
উত্তর : উফা প্রদেশে
প্রশ্ন : ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল কেন?
উত্তর : ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকেই ইলিয়াসের অবস্থা খুব খারাপ হয়েছিল। ছেলেকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দিয়ে দেবার পরে তার ভেড়ার পালে মোড়ক লাগে। ওরে বছর দুর্ভিক্ষে কিছু গরু ও মোষ মারা যায়। টিভিস না তার সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। এভাবেই ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল।
প্রশ্ন : ইলিয়াসের বাবা কখন মারা গিয়েছিলেন?
উত্তর : ইলিয়াসের বিয়ের মাত্র এক বছর পর তার বাবা মারা গিয়েছিলেন।
প্রশ্ন : "কিন্তু বড়লোক হওয়ার পড়ে তারা আয়েশি হয়ে উঠল" - কারা, কেন আয়েশী হয়ে উঠলো?
উত্তর : ইলিয়াসের ছেলেরা বড়লোক হওয়ার পর আয়েশি হয়ে উঠেছিল।
প্রশ্ন : কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল?
উত্তর : পঁয়ত্রিশ বছর
প্রশ্ন : ইলিয়াসের কয়টি সন্তান ছিল?
উত্তর : দুই ছেলে এবং একটি মেয়ে ছিল।



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ