নবম শ্রেণী
বাংলা সাজেশন
খেয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
পর্ব ৮
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'খেয়া' কবিতাটিতে নদী তীরবর্তী যে জীবনের পরিচয় পাও তা আলোচনা করো।
প্রশ্নঃ 'সোনার মুকুট কত ফুটে আর টুটে-'ফুটে' এবং'টুটে' কথা দুটির অর্থ কবিতাটির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করো।
প্রশ্নঃ 'উঠে কত হলাহল, উঠে কত সুধা'-'হলাহল'ও 'সুধা' ওঠবার কারণ কি বিশ্লেষণ করো।
প্রশ্নঃ 'কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে'-'কেহ' বলতে কাদের কথা বোঝানো হয়েছে? 'ঘর' কথাটির মধ্য দিয়ে কবি কী বুঝিয়েছেন?
প্রশ্নঃ 'খেয়া' কবিতাটির গঠনগত বৈশিষ্ট্যটি আলোচনা করো।'খেয়া' কবিতাটির সঙ্গে গঠনগত সাদৃশ্য আছে এমন আর কোন কবিতা তোমারা পড়েছ? সেই কবিতাটি সঙ্গে খেয়া কবিতাটি গঠনগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো।
প্রশ্নঃ 'খেয়া' কবিতার অন্তর্নিহিত ভাবসত্য টি আলোচনা করো।
প্রশ্নঃ 'খেয়া' কবিতাটির নামকরণ আলোচনা করে কবিতাটির আর কোন নাম রাখা যেতে পারত বলে তোমার মনে হয় তা বল এবং তার স্বপক্ষে যুক্তি দিয়ে বিষয়টি আলোচনা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ