নবম শ্রেণী
বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়়
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন:'তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল'।_____ অবস্থা ভাল ছিল।
(ক) রুক্মিনীকুমারের
(খ) পদ্মলোচনের
(গ) রাধারানীর
(ঘ) এদের কারোর নয়
উত্তর: (গ) রাধারানী
প্রশ্ন: রাধারানীর বাড়ি ছিল -
(ক) শ্রীরামপুরে
(খ) নদিয়ায়
(গ) মাহেশে
(ঘ) শান্তিপুরে
উত্তর: (ক) শ্রীরামপুরে
প্রশ্ন:'কাজেই একটু বিলম্ব হইল'-বিলম্ব হল কেন?
(ক) ভিজে কাপড় ছাড়তে দেরি হল
(খ) বৃষ্টি পড়ছিল বলে দেরি হল
(গ) ঘরে তেল ছিল না বলে আলো জ্বালাতে দেরি হল
(ঘ) অসুস্থ মাকে রেখে আসতে হল তাই
উত্তর: (গ) ঘরে তেল ছিল না বলে আলো জ্বালাতে দেরি হল
প্রশ্ন: 'এর জন্য নাম লিখিয়া দিয়া গেছেন'-নাম লিখে দিয়েছেন কারণ -
(ক) যদি কেউ চোরা নোট বলে তাই
(খ) রাধারানী পড়ে দেখবে বলে
(গ) নিজের পরিচয় জানবার জন্য
(ঘ) কেউ যদি নোটটি নিয়ে নেয়
উত্তর: (ক) যদি কেউ চোরা নোট বলে তাই
প্রশ্ন: 'আমার ব্যামো হয় না' - একথা বলেছিল -
(ক) রাধারানীর মা
(খ) রুক্মিণীকুমার
(গ) পদ্মলোচন সাহা
(ঘ) রাধারানী
উত্তর: (ঘ) রাধারানী
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ