নবম শ্রেণী
বাংলা সাজেশন
আকাশের সাতটি তারা
জীবানানন্দ দাশ
পর্ব ৬
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : বট ফলের গন্ধ ব্যতীত কেন?
উত্তর : বটফল পিকে পড়ে গেলে তা ফেটে যায় বা পায়ের তলায় পড়লে তা থেঁতলে যায় তখন যে গন্ধ বের হয় তাকে তার এই পরিণতির আবহাওয়া যেন লুকিয়ে থাকে, তাই সে গন্ধকে ব্যতীত বলা হয়েছে।
প্রশ্ন : কবির চোখ মুখের পরে কার চুল ভাসে?
উত্তর : কেশবতী কন্যা চুলের মতো নীল সন্ধ্যার চুল ভাসে।
প্রশ্ন : "ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা" - কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে?
উত্তর : বট ফলের ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে।
প্রশ্ন : "এ কন্যাকে দেখেনিকো" - এখানে কার কথা বলেছেন?
উত্তর : সন্ধ্যা সমাগমে বঙ্গ প্রকৃতির কথা বলেছেন।
প্রশ্ন : "এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে" - স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে পড়ে?
উত্তর : রূপসীর চুলের বিন্যাসে।
প্রশ্ন : "কি জ্বলে কাঁঠালে জামে ঝরে অবিরত" - কি ঝরে পড়ে?
উত্তর : অজস্র চুলের চুমা।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ