নবম শ্রেণী
বাংলা সাজেশন
নোঙর
অজিত কুমার দত্ত
পর্ব ৭
রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'নোঙর'কবিতাটি অবলম্বনে সমুদ্রযাত্রার পরিচয় দাও।
প্রশ্নঃ চিরকাল নগরের কাছি বাঁধা কেন?
প্রশ্নঃ 'নোঙর' কবিতার মুল ভাববস্তুটি বুঝিয়ে বলো।
প্রশ্নঃ সারারাত তবু দাঁড় টানি / তবু দাঁড় টানি - 'তবু' শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? শব্দটি একাধিকবার ব্যবহারের কারণ বিশ্লেষণ করো।
প্রশ্নঃ 'নোঙর' কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা বলো।
প্রশ্নঃ 'নোঙর' কবিতাটিতে কবি অজিত কুমার দত্ত কোন কোন প্রতীক ব্যবহার করেছেন? প্রতীক গুলি কবির কোন কোন ভাবনাকে প্রকাশ করেছে তা বুঝিয়ে বলো?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ