LightBlog
Madhyamik History Question Paper 2017 - মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান ২০১৭
Type Here to Get Search Results !

Madhyamik History Question Paper 2017 - মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান ২০১৭

 মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান

২০১৭




বিভাগ ক

ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন -
ফরাসিরা
পোর্তুগিজরা
ওলন্দাজরা
ইংরেজরা
উত্তর: ইংরেজরা

বিপিনচন্দ্র পাল লিখেছেন -
জীবনস্মৃতি
এ নেশন ইন মেকিং
আনন্দমঠ
সত্তর বৎসর
উত্তর: সত্তর বৎসর

'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -
কৃষ্ণচন্দ্র মজুমদার
দ্বারকানাথ বিদ্যাভূষণ
 উমেশচন্দ্র দত্ত
শিশির কুমার ঘোষ
উত্তর: উমেশচন্দ্র দত্ত

সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় -
1713 খ্রিস্টাব্দে
1913 খ্রিস্টাব্দে
1813 খ্রিস্টাব্দে
1823 খ্রিস্টাব্দে
উত্তর: 1823 খ্রিস্টাব্দে

নববিধান প্রতিষ্ঠা করেছিলেন -
কেশব চন্দ্র সেন
স্বামী বিবেকানন্দ
মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
দয়ানন্দ সরস্বতী
উত্তর: কেশব চন্দ্র সেন

সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
চুয়াড় বিদ্রোহ
মুন্ডা বিদ্রোহ
কোল বিদ্রোহ
সাঁওতাল হুল
উত্তর: কোল বিদ্রোহ

1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -
চারটি স্তরে
দুটি স্তরে
পাঁচটি স্তরে
তিনটি স্তরে
উত্তরঃ তিনটি স্তরে

1857সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন -
সুভাষচন্দ্র বসু
বি ডি সাভারকার
জওহরলাল নেহেরু
রাসবিহারী বসু
উত্তর: বি ডি সাভারকার

ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
ভারত সভা
ভারতের জাতীয় কংগ্রেস
বঙ্গভাষা প্রকাশিকা সভা
লন্ডন হোল্ডার্স সোসাইটি
উত্তর: ভারত সভা

'ভারতমাতা' চিত্রটি আঁকেন -
অবনীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
গগনেন্দ্রনাথ ঠাকুর
নন্দলাল বসু
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর

ভারতে 'হাফ টোন'  পদ্ধতি প্রবর্তন করেন -
সুকুমার রায়
পঞ্চানন কর্মকার
চার্লস উইলকিন্স
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
স্বামী বিবেকানন্দ
দেবেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

'একা' আন্দোলনের নেতা ছিলেন -
মাদারি পাসি
ডঃ আম্বেদকর
বাবা রামচন্দ্র
মহাত্মা গান্ধী
উত্তর: মাদারি পাসি

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল -
1920 খ্রিস্টাব্দে
1917খ্রিস্টাব্দে
1927খ্রিস্টাব্দে
1929খ্রিস্টাব্দে
উত্তর:1920 খ্রিস্টাব্দে

বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
পাঞ্জাবে
মাদ্রাজে
বোম্বাই-এ
গুজরাটে
উত্তর: গুজরাটে

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -
1904 খ্রিস্টাব্দে
1911 খ্রিস্টাব্দে
1906 খ্রিস্টাব্দে
1905 খ্রিস্টাব্দে
উত্তর: 1905 খ্রিস্টাব্দে

মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -
তমলুক
সুতাহাটা
বরিশালা
পুরুলিয়া
উত্তর: তমলুক

দিপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন -
বাসন্তী দেবী
বীণা দাস
লীলা নাগ (রায়)
কল্পনা দত্ত
উত্তর: লীলা নাগ (রায়)

ভারতের 'লৌহমানব' বলা হয় -
মোহাত্মা গান্ধীকে
রাজেন্দ্র প্রসাদ কে
মোহম্মদ আলি জিন্নাহকে
সর্দার বল্লভভাই প্যাটেলকে
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল

'এ ট্রেন টু পাকিস্তান' লিখেছেন -
ভি পি মেনন
খুশবন্ত সিং
সলমন রুশদি
জওহরলাল নেহেরু
উত্তর: খুশবন্ত সিং

বিভাগ খ

একটি বাক্যে উত্তর দাও:

'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ।

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তর: সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখ্যাগারে বা আর্কাইভ-এ।

বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয়?
উত্তর: উনিশ শতকের নবজাগরণের শতক বলা হয়।

'উলগুলান' বলতে কী বোঝায়?
উত্তর:'উলগুলান'বলতে বোঝায় 'চরম বিশৃঙ্খলা' বা 'বিদ্রোহ'কে।

উপবিভাগ-২.২

ঠিক বা ভুল নির্ণয় করো:

শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তর: ভুল

মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
উত্তর: ভুল

'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে সমাজকে সমর্থন করেছিলেন।
উত্তর ভুল

গান্ধীজি ও ডঃ আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।
উত্তর ভুল

উপবিভাগ-২.৩

ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো :

ক স্তম্ভ
অরবিন্দ ঘোষ
তারকনাথ পালিত
নবগোপাল মিত্র
রসিদ আলী

খ স্তম্ভ
আজান্দ হিন্দ ফৌজ
বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
হিন্দু মেলা

উত্তর:
অরবিন্দ ঘোষ - বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
তারকনাথ পালিত - বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
নবগোপাল মিত্র - হিন্দু মেলা
রসিদ আলী - আজান্দ হিন্দ ফৌজ

উপবিভাগ-২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো নাম লেখ:

সাঁওতাল বিদ্রোহের এলাকা।
নীল বিদ্রোহের একটি কেন্দ্র।
দেশীয় রাজ্য হায়দরাবাদ।
পুনর্গঠিত রাজ্য গুজরাট।

শূন্যস্থান পূরণ করো :

মাস্টারদা নামে পরিচিত ছিলেন______।
উত্তর: সূর্যসেন

ওয়াহাবি বলতে বোঝায়_____।
উত্তর: নবজাগরণ বা ধর্মীয় গোষ্ঠী।

'বর্তমান ভারত' গ্রন্থটির লেখক ছিলেন___।
উত্তর:স্বামী বিবেকানন্দ

হরি সিং ছিলেন____ এর রাজা।
উত্তর: কাশ্মীর

উপবিভাগ ২.৫

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো :

বিবৃতি :' একা'আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা ১: এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা ২: এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা ৩: এটি ছিল একটি শ্রমিক আন্দোলন
উত্তর:এটি ছিল একটি কৃষক আন্দোলন।

বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১: এর উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
উত্তর: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
ব্যাখ্যা ১: বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।
ব্যাখ্যা ২: তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।
ব্যাখ্যা ৩: তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।
উত্তর: তারা ছিলো শ্রমিক-কৃষক ব্রিটিশবিরোধী ঐক্য সংগ্রামের সমর্থক।

বিবৃতি : ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১: কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২: কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
উত্তর: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

বিভাগ গ

দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 11 টি) :

সামাজিক ইতিহাস কি?

ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি?

বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।

ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

নীলকরেরা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।

উনিশ শতকের দ্বিতীয়ার্ধে 'সভা সমিতির যুগ' বলা হয় কেন?

'আনন্দমঠ'উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা কে উদ্দীপ্ত করেছিল?

উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স'এর ভূমিকা কি ছিল?

'বিশ্বভারতী' প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

'ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি'কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল?

দলিত কাদের বলা হয়?

রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?

1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষর হয়েছিল?

বিভাগ ঘ

7 অথবা 8 টি বাক্যে যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ ঘ.১

নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।

উপবিভাগ ঘ.২

1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন?

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল?

উপবিভাগ ঘ.৩

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' এর কি ভূমিকা ছিল?

উপবিভাগ ঘ.৪

দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ।
ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল?

বিভাগ ঙ

15/16 টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী বিতর্ক কি?কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

সংক্ষেপে মহাবিদ্রোহের (1857)চরিত্র বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

'গ্রামবার্তা প্রকাশিকা'র সম্পাদক কে ছিলেন?

কোন বৎসর সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়?

'শ্রীরামপুর ত্রয়ী'কাদের বলা হয়?

একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখ।

কে বর্ণপরিচয় রচনা করেন।

অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)

স্থানীয় ইতিহাস বলতে কী বোঝোয়?

উডের নির্দেশনামার (1854)যেকোনো দুটি সুপারিশ উল্লেখ করো।

ডেভিড হেয়ার কেন বিখ্যাত?

'ভারত সভা'প্রতিষ্ঠার যেকোনো দুটি উদ্দেশ্য লেখ।

কলকাতা বিজ্ঞান কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেছিল?

Tags Line
-------------------
madhyamik history question paper 2017 pdf

madhyamik question paper 2017 pdf

madhyamik 2018 history question paper pdf

madhyamik 2016 history question paper pdf

madhyamik geography question paper 2017 pdf

last 10 years madhyamik question papers pdf download

madhyamik question paper 2018 pdf download

madhyamik physical science question paper 2017 pdf

madhyamik english question paper 2017 pdf

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close