উচ্চমাধ্যমিক
দর্শন
চতুর্থ অধ্যায়
আরোহমূলক দোষ
প্রশ্নঃ সংক্ষিপ্ত টীকা লেখ: (ক) কাকতালীয় দোষ, (খ) একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা দোষ, (গ) সহকার্যকে কারণ মনে করার দোষ, (ঘ) অপর্যবেক্ষণ মূলক দোষ, (ঙ) একটি শর্ত কে সমগ্র কারণ বলে মনে করার দোষ, (চ) অবৈধ সামান্যীকরণ দোষ।
প্রশ্নঃ নিচের আরোহন যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো -
(ক) কৃষককে যন্ত্রচালিত লাঙ্গল দাও, ফসল ভালো হবে।
(খ) কল্লোল নিশ্চয়ই বুদ্ধিমান, কেননা সে রোগা,
(গ) বদ্ধ জলাশয় হল ম্যালেরিয়ার কারণ,
(ঘ) প্যাঁচার ডাক অশুভ, কারণ প্যাঁচার ডাক শোনার পর ছেলেটি পড়ে গেল
(ঙ) মাদুলি ধারণ করার পর ছেলেটির রোগ সারল্, সুতরাং মাদুলি ধারণ করায় ছেলেটি সবার কারণ,
(চ) ছেলেটি নতুন পোশাক পরার পর লটারি পেল। সুতরাং নতুন জামা পরাই ছেলেটির লটারি পাওয়ার কারণ।
(ছ) মানসিক হাসপাতালের অধিকাংশ রোগী উচ্চশিক্ষিত। সুতরাং উচ্চশিক্ষাই মানসিক রোগের কারণ,
(জ) রবিবারের পর সোমবার। সুতরাং রবিবার সোমবার এর কারণ,
(ঝ) ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, কারণ ধূমপান করেও বহু ব্যক্তি সুন্দর স্বাস্থ্যের অধিকারী,
(ঞ) ছোট শিশুর মতন চারাগাছের ও জন্ম বৃদ্ধি আছে। সুতরাং মানব শিশুর মতন চারাগাছের ও চিন্তাশক্তি আছে,
(ট) নতুন শাড়িটি পড়ার পর আমার জ্বর হলো। কাজেই নতুন শাড়িটিই রহমান জ্বরের কারণ,
(ঠ) রাশিয়াতে যখন গমের ফলন বৃদ্ধি পাচ্ছে, কলকাতা শহরে তখন জন্মহার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাশিয়ার গমের ফলন হলো কলকাতার জন্মহার বৃদ্ধির কারণ,
(ড) টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে,
(ঢ) ফল এর কারণ হলো তার গৃহশিক্ষকের অনুপস্থিত,
(ণ) গাছের মতোই কারখানার জন্ম ও বৃদ্ধি আছে। সুতরাং কারখানার প্রাণ আছে,
(ত) কুকুর এবং চেয়ার উভয়ের চারটি পা আছে, কাজেই যেহুতু কুকুর কামড়াতে পারে, সেহেতু চেয়ারও কামড়াতে পারবে,
(থ) জোয়ার হল ভাটার কারণ, কেননা জোয়ার হলো ভাটার পূর্ববর্তী ঘটনা।
(দ) শীতের পর বসন্ত আসে, কাজেই শীত হলো বসন্তের কারণ।
সম্পূর্ণ সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
------------------
philosophy questions and answers pdf
philosophy questions with answers
indian philosophy questions and answers
philosophy questions and answers pdf in hindi
introduction to philosophy questions and answers
philosophy logic questions and answers pdf
philosophy multiple choice questions and answers pdf
philosophy of education questions and answers pdf
philosophy quiz questions and answers
প্রশ্ন উ উওর দেন।
উত্তরমুছুন