উচ্চ মাধ্যমিক
বাংলা
মহুয়ার দেশ
সমর সেন
নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
প্রশ্ন : মহুয়া বনের কয়লা খনি থেকে কবি শুনতে পান -
(ক) শ্রমিকের গান
(খ) বিশাল শব্দ
(গ) করুন সুর
(ঘ) যন্ত্রণার আর্তি
প্রশ্ন : মহুয়ার দেশের মানুষের চোখ -
(ক) লাল
(খ) ঘুমহীন
(গ) তন্দ্রাচ্ছন্ন
(ঘ) অস্থির
প্রশ্ন : মহুয়ার দেশ কবিতার কবি হলেন -
(ক) বুদ্ধদেব বসু
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সমর সেন
(ঘ) অমিয় চক্রবর্তী
প্রশ্ন : 'ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে' -
(ক) শিশির ভেজা সবুজ সকালে
(খ) মহুয়া বনের ধারে
(গ) সেই উজ্জ্বল স্তব্ধতায়
(ঘ) ঘুমহীন তাদের চোখে
প্রশ্ন : মাঝে মাঝে সন্ধ্যার জলস্রতে উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় -
(ক) দেবদারু গাছের ছায়া
(খ) চাঁদের কিরণ
(গ) অলস সূর্য
(ঘ) মহুয়া ফুল
প্রশ্ন : 'আমার ক্লান্তির উপরে ঝরুক' -
(ক) বকুল ফুল
(খ) শিউলি ফুল
(গ) মহুয়া ফুল
(ঘ) গোলাপ ফুল
প্রশ্ন : 'রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে' -
(ক) মহুয়ার দেশ
(খ) নিবিড় অন্ধকার
(গ) সমুদ্রের দীর্ঘশ্বাস
(ঘ) মহুয়ার গন্ধ
প্রশ্ন : 'মেঘ মদির মহুয়ার দেশ' -
(ক) খুব, খুব কাছে
(খ) সমুদ্রের তীরে
(গ) টিলার গায়ে
(ঘ) অনেক, অনেক দূরে
প্রশ্ন : 'সমস্তক্ষন সেখানে পথের দু'ধারে ছায়া ফেলে' -
(ক) মেহগনির দীর্ঘ রহস্য
(খ) দেবদারুর দীর্ঘ রহস্য
(গ) মহুয়ার দীর্ঘ রহস্য
(ঘ) অর্জুনের দীর্ঘ রহস্য
প্রশ্ন : মহুয়ার দেশ কবিতায় বর্ণিত অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান কবি শিশির ভেজা -
(ক) কোমল সকালে
(খ) রক্তিম সকালে
(গ) সবুজ সকালে
(ঘ) শীতল সকালে
সম্পূর্ণ সাজেশনটি পেতে : এইখানে ক্লিক করুন
Tags Line
--------------------
class 12 bengali suggestion 2021 pdf
hs all subject suggestion 2021 pdf download
hs bengali suggestion 2021
hs suggestion 2021 pdf free download
hs bengali suggestion 2020 pdf download
class 12 english suggestion 2021
class 12 bengali notes pdf
hs english suggestion 2021
hs history suggestion 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ