পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষার তারিখ West Bengal Public Service Comission Upcoming Exam Date 2020 -2021
Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষার তারিখ West Bengal Public Service Comission Upcoming Exam Date 2020 -2021

 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিসের কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষার তারিখ দেখেনিন



পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের আরোও কয়েকটি পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে। নীচে একটি লিস্টের মাধ্যমে পরীক্ষার নাম এবং তারিখ দেখেনিন -


  • বিজ্ঞপ্তি নং ১৯/২০১৯ এর বটানিস্ট পদের পরীক্ষা ২৯ নভেম্বর।


  • আই.সি.ডি.এস. সুপারভাইজর পদের পরীক্ষা হবে ৩০ ও ৩১ জানুয়ারী।


  • বিজ্ঞপ্তি নং ১৩/২০১৯ এর ২০১৯ সালের মিসলেনিয়াস সার্ভিসেস মেন পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি।


  • বিজ্ঞপ্তি নং ২৮/২০১৯ এর ২০১৯ এর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস মেন পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।


  • বিজ্ঞপ্তি নং ২২/২০১৯ এর ২০২০ সালের ডব্লু.বি.সি.এস. মেন পরীক্ষা হবে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।


  • ফায়ার অপারেটর পদের মাপজোখের পরীক্ষা ও এন্ডিওরেন্স টেস্ট শুরু হবে ৯ নভেম্বর থেকে।


  • ওয়ার্ড মাস্টার গ্রেড - lll ও মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর (নন-টেকনিক্যাল) পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২২ নভেম্বর। ই-অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারব্রন ৫ নভেম্বর থেকে। অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে ভিজিট করুণ : http://wbpsc.gov.in

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close