নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
মডেল অ্যাক্টিভিটি
২০২০
তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
নিচের শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরণ করো :
- মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবালটি হল _________।
- টায়ালিনের সাবস্ট্রেস হলো __________।
- দুটি গ্লুকোজ অনুর মাঝখানে __________ বন্ধনী উপস্থিত থাকে।
- মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তা হল __________।
- __________ রঙের আলোকরশ্মিতে সালোকসংশ্লেষ এর হার সর্বাধিক থাকে।
- _________ বাস্তুবিদ্যা অধ্যায়নের সবচেয়ে বড় স্তর।
- ফুসফুসীয় শিরা বহন করে _________ রক্ত।
- বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় _________ তারিখে।
- রস ভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে __________ লিম্ফোসাইট।
- প্রতিটি এন্টি বডিতে __________ টি পলিপেপটাইড শৃংখল থাকে।
- উভচর ছাড়াও _________ শ্রেণীর প্রাণীতে শীতঘুম দেখা যায়।
- মানব হৃদপিন্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ হল _________।
সম্পূর্ণ সাজেশনটি পেতে : এইখানে ক্লিক করুন
Tags Line
---------------------
model activity task class 9 life science pdf
model activity task class 9 life science part 2
model activity task class 9 life science answers
model activity task class 9 pdf all subject
model activity task class 9 physical science
model activity task - class 9 pdf download
model activity task class 9 life science part 3
model activity task class 9 physical science part 1
model activity task class 9 geography
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ