মাধ্যমিক ভৌতবিজ্ঞান
অষ্টম অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
ধাতুবিদ্যা
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
- অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটি ভারতে সমৃদ্ধ?
উত্তর : লোহা
- কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে থাকে?
উত্তর : কপার
- লোহার দুটি সংকর ধাতুর নাম লেখ।
উত্তর : স্টিল ও ইনভার
- কপারের দুটি সংকর ধাতুর নাম লেখ।
উত্তর : পিতল এবং কাঁসা
- নাইক্রোম এর মূল উপাদান কি কি?
উত্তর : নিকেল, লোহা এবং ক্রোমিয়াম
- জার্মান সিলভারের একটি ব্যবহার লেখ।
উত্তর : বাড়ির বাসনপত্র তৈরিতে ব্যবহার হয়
- ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি?
উত্তর : ক্রায়োলাইট
- তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখ।
উত্তর : সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম
- কোন ধরনের লোহাতে মরচে ধরে না?
উত্তর : বিশুদ্ধ লোহা
- সমুদ্রগামী জাহাজে জলের নিচের পাইপ লাইনে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য কি করা হয়?
উত্তর : ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয়।
- অ্যাসিটিক এসিড তামার সঙ্গে বিক্রিয়ায় কি যৌগ উৎপন্ন করে?
উত্তর : অ্যাসিটেট লবণ
সম্পূর্ণ সাজেশনটি পেতে : এইখানে ক্লিক করুন
Tags Line
-----------------------
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ