মাধ্যমিক ভৌতবিজ্ঞান
অষ্টম অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
একটি শব্দ বা একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
- তরল নাইট্রোজেনের ব্যবহার লেখ।
উত্তর : নিম্ন উষ্ণতা সৃষ্টিতে হিমায়ক রূপে মানুষের দেহের কর্নিয়া, চক্ষু, রক্ত সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়।
- বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে?
উত্তর : নাইট্রোজেন
- লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো?
উত্তর : অ্যামোনিয়ার গাঢ়ো জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে।
- লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময় কি রূপ সাবধানতা অবলম্বন করা উচিত?
উত্তর : বোতলটিকে অবশ্যই ঠান্ডা করে খুলতে হবে।
- বরফ কারখানায় ও কোল্ডস্টোরেজ শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
উত্তর : অ্যামোনিয়া
- অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনলপথ্যালিন যোগ করলে কি বর্ণ দেখা যাবে?
উত্তর : লালচে বেগুনি
- অ্যামোনিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখ।
উত্তর : কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহার করা হয়।
- অ্যামোনিয়ার শুষ্ককরণে কোন্ নিরুদক ব্যবহার করা হয়?
উত্তর : পোড়া চুন
- অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়?
উত্তর : লোহা চূর্ণ
- সালফান কাকে বলে?
উত্তর : 100% ওলিয়ামকে সালফান বলা হয়।
আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন
Tags Line
---------------------
Physical Science Class 10 Madhyamik Suggestion 2021 Download free pdf
madhyamik suggestion 2020 physical science pdf free download
madhyamik physical science book pdf
madhyamik suggestion 2020 pdf free download
madhyamik physical science question paper 2020 pdf
madhyamik suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik history suggestion 2020 pdf free download
madhyamik life science suggestion 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ