মাধ্যমিক ভৌত বিজ্ঞান
অষ্টম অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও ঃ
- তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
- তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
উত্তরঃ DC বা সমপ্রবাহ
- মরিচা রোধ করার জন্য লোহার উপর কীসের প্রলেভ দেওয়া হয়?
উত্তরঃ জিঙ্ক, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি
- পরমাণু ও আয়নের মধ্যে কোন্টি বেশি সুস্থিত?
উত্তরঃ আয়ন
- তড়িৎবিশ্লেষণ কালে ইলেকট্রন প্রবাহ কোন্ তড়িৎদ্বারমুখী হয়?
উত্তরঃ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে
- একটি তড়িৎ সুপরিবাহী ধাতুর নাম লেখো।
উত্তরঃ তামা
- জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড হিসেবে কোন্ ধাতু ব্যবহার করা হয়?
উত্তরঃ প্ল্যাটিনাম
- একটি ধাতব বস্তুর ওপর সিলভার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়?
উত্তরঃ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ
- কোন্ কোন্ ধাতুর তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়?
উত্তরঃ সডিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি
- চারটি তড়িৎপরিবাহী পদার্থের নাম লেখো যেগুলি তড়িৎবিশ্লেষ্য পদার্থ নয়?
উত্তরঃ লোহা, তামা, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুণ
Tgas Line
----------------------
madhyamik physical science class 10 suggestion downloads pdf
madhyamik suggestion 2020 physical science pdf free download
madhyamik physical science question paper 2020 pdf
madhyamik suggestion 2020 pdf free download
madhyamik physical science book pdf
class 10 life science question answer in bengali
madhyamik math suggestion 2020 pdf download
wbbse class 10 life science notes
madhyamik 2019 physical science question paper pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ