মাধ্যমিক ভৌতবিজ্ঞান
অষ্টম অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
জৈব রসায়ন
নিচের শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
- উপাদান মৌল গুলি থেকে কোলবে প্রথম যে জৈব যৌগ প্রস্তুত করেন, তা হলো __________।
উত্তর : অ্যাসিটিক অ্যাসিড
- কার্বনের যোজ্যতা চতুস্তলকীয় মডেলের মতবাদ প্রবর্তন করেন ____________।
উত্তর : ভ্যান্ট হফ
- মিথাইল অ্যামিনের কার্যকরী মূলকের নাম __________।
উত্তর : আমিনো
- সরলতম অ্যালকাইনের নাম __________।
উত্তর : ইথাইন
- LPG এর প্রধান উপাদান হলো __________।
উত্তর : বিউটেন
- লাল বর্ণের ব্রোমিন জলের সঙ্গে ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণ __________ হবে।
উত্তর : বর্ণহীন
- ইথানলে দ্রবীভূত আয়োডিন __________ নামে পরিচিত।
উত্তর : টিংচার অফ আয়োডিন
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
- প্রোটিন একটি প্রাকৃতিক পলিমার।
উত্তর : সত্য
- অ্যালকেনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া।
উত্তর : সত্য
- একটি জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন।
উত্তম : সত্য
সম্পূর্ণ সাজেশনটি পেতে : এইখানে ক্লিক করুন
Tags Line
---------------------
madhyamik physical science suggestion 2021 download pdf
madhyamik physical science suggestion 2021 pdf
madhyamik physical science question paper 2020 pdf download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik physical science suggestion 2020 pdf
madhyamik life science suggestion 2021
madhyamik suggestion 2020 pdf free download
madhyamik physical science book pdf
madhyamik physical science question paper 2020 in english
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ