নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
মডেল এক্টিভিটি
২০২০
তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
- কোয়ানোসাইট কোষ কোন পর্বে দেখা যায়? -
(ক) টিনোফোরা
(খ) নেমাটোডা
(গ) পরিফেরা
(ঘ) অ্যানিলিডা
- মহাকাশ গবেষণায় মহাকাশযানে যেটি রাখা হয় সেটি হল -
(ক) সবুজ পাতা
(খ) ডায়াটম
(গ) ক্লোরেল্লা
(ঘ) পলিসাইফোমিয়া
- কোনটি অপরিহার্য অ্যামাইনো এসিড নয়? -
(ক) লিউসিন
(খ) আইসো-লিউসিন
(গ) মিথিওনিন
(ঘ) টাইরোসিন
- সমুদ্র শশা যে পর্বের অন্তর্ভুক্ত তা হল -
(ক) কন্টকত্বকী
(খ) কর্ডাটা
(গ) সন্ধিপদ
(ঘ) অঙ্গুরীমাল
- প্রদত্ত কোনটিতে শ্বেতসার জাতীয় খাদ্য জমা থাকে -
(ক) অ্যামাইলপ্লাস্ট
(খ) প্রোটিনপ্লাস্ট
(গ) এলাইওপ্লাস্ট
(ঘ) ক্রোমোপ্লাস্ট
- প্রোক্যারিওটিক কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো -
(ক) পেকটিন
(খ) পেপটাইডোগ্লাইকেন
(গ) সেলুলোজ
(ঘ) কাইটিন
- মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে -
(ক) রাস্না
(খ) স্বর্ণলতা
(গ) এগারিকাস
(ঘ) পাতাঝাঁঝি
- ইস্ট নি:সৃত উৎসেচকটি হল -
(ক) লাইপেজ
(খ) জাইলেম
(গ) মল্টেজ
(ঘ) ল্যাকটেজ
- একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন হলো -
(ক) পরাগরেণু
(খ) ভেষজ পদার্থ
(গ) কার্ডিওলিপিন
(ঘ) দূষক পদার্থ
- প্রদত্ত কোন রক্তবাহটি হৃদপিন্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয়? -
(ক) মহাধমনী
(খ) পোর্টাল শিরা
(গ) ফুসফুসীয় ধমনী
(ঘ) মহাশিরা
- পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাক -
(ক) ইস্ট
(খ) মাইকোরাইজা
(গ) মিউকর
(ঘ) এগারিকাস
- অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হল -
(ক) আইসোটোপ
(খ) আইসোবার
(গ) প্যারাটোপ
(ঘ) এপিটোপ
- বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের ভূমিতে থাকে -
(ক) খাদক
(খ) গৌণ খাদক
(গ) উৎপাদক
(ঘ) বিয়োজক
- বাষ্পমোচন প্রতিরোধক অভিযোজন দেখা যায় -
(ক) লিথোফাইটে
(খ) জেরোফাইটে
(গ) এপিফাইটে
(ঘ) থ্যালোফাইটে
- খাদ্য শৃংখলের সংঘটিত একক হল -
(ক) ট্রান্সফর্মার
(খ) পুষ্টি স্তর
(গ) প্রাথমিক খাদক
(ঘ) খাদ্যজাল
সম্পূর্ণ সাজেশনটি পেতেঃ এইখানে ক্লিক করুন
Tags Line
--------------------------------
model activity task class 9 life science
model activity task class 9 physical science part-3
model activity task class 9 physical science part 1
model activity task class 9 life science part 3
model activity task class 9 life science part -2 answers
model activity task class 9 life science part 1 answers
model activity task class 9 life science answers
model activity task class 9 geography
model activity task class 9 answer
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ