নবম শ্রেণীর
জীবন বিজ্ঞান
মডেল এক্টিভিটি
২০২০
তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
- আন্ত:সম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃংখলকে একত্রে বলে -
(ক) খাদ্য জাল
(খ) খাদ্য শৃংখল
(গ) খাদ্য পিরামিড
(ঘ) পুষ্টি স্তর
- সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি রচয়িতা হলেন -
(ক) হ্যান্ডেল
(খ) ডারউইন
(গ) লিনিয়াস
(ঘ) অ্যারিস্টোটল
- কুফার কোষ থাকে -
(ক) যকৃতে
(খ) বৃক্কে
(গ) প্লীহাতে
(ঘ) মস্তিষ্কে
- দেহটি ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত - এটি প্রদত্ত কোন শ্রেণীর বৈশিষ্ট? -
(ক) মোলাস্কা
(খ) একাইনোডার্মাটা
(গ) হেমিকর্ডাটা
(ঘ) অ্যানিলিডা
- কোন শ্বেত কণিকা অ্যালার্জি প্রতিরোধ সাহায্য করে -
(ক) বেসোফিল
(খ) নিউট্রোফিল
(গ) ইওসিনোফিল
(ঘ) মনোসাইট
- প্রদত্ত কোন কলার কোষ প্রাচীরের কূপ থাকে? -
(ক) কোলেনকাইমা
(খ) জাইলেম
(গ) ফ্লোয়েম
(ঘ) স্ক্লেরেনকাইমা
- কুমিরের শ্বাস অঙ্গ হল -
(ক) ত্বক
(খ) ফুলকা
(গ) ফুসফুস
(ঘ) ট্রাকিয়া
- গ্লুকাগন ক্ষরিত হয় কোথা থেকে -
(ক) প্লীহা
(খ) যকৃত
(গ) অগ্ন্যাশয়
(ঘ) বৃক্ষ
- AIDS রোগের জন্য দায়ী ভাইরাস টি হল -
(ক) HBZ
(খ) HAV
(গ) HIV
(ঘ) AIDS
- গ্লাইকোলাইসিস - এ উৎপন্ন ATP অনুর মোট সংখ্যা -
(ক) 2 টি
(খ) 4 টি
(গ) 6 টি
(ঘ) 8 টি
- সালোকসংশ্লেষের প্রথম স্থায়ী যৌগ হলো -
(ক) RuBP
(খ) STP
(গ) PGA
(ঘ) NADP
- টিকা আবিষ্কার হয় কোন সালে -
(ক) 1996
(খ) 1896
(গ) 1796
(ঘ) 1696
- বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ -
(ক) একমুখী
(খ) দ্বিমুখী
(গ) ত্রিমুখী
(ঘ) চতুর্মুখী
- টিটেনাস রোগের কারণ -
(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্রোটোজোয়া
- ফটোলাইসিস এর অপর নাম হল -
(ক) কেলভিন চক্র
(খ) ব্ল্যাক ম্যান বিক্রিয়া
(গ) হিল বিক্রিয়া
(ঘ) ক্রেবস চক্র
- কোনটি পুনঃস্থাপন যোগ্য সম্পদ নয় -
(ক) বন
(খ) ফসল
(গ) কয়লা
(ঘ) মাটি
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------
model activity task class 9 life science
model activity task class 9 physical science part-3
model activity task class 9 physical science part 1
model activity task class 9 life science part 3
model activity task class 9 life science part -2 answers
model activity task class 9 life science part 1 answers
model activity task class 9 life science answers
model activity task class 9 geography
model activity task class 9 answer
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ