নবম শ্রেণী
ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি
তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- ফরাসি দার্শনিক রুশো তাঁর কোন্ গ্রন্থে বলেছেন যে, জনগণের ইচ্ছানুযায়ী এক চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা পেয়েছেন?
- কোন্ বুরবোঁ রাজার শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল?
- ফরাসি পার্লামেন্টকে কী বলা হত?
- ফ্রান্সে কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়েছিল?
- 'পোপুলো দ্য ইতালিয়া' পত্রিকাটি কে প্রকাশ করেন?
- 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি' এর প্রবক্তা কাকে বলা হয়?
- বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল?
- ফরাসি সম্রাট নেপোলিয়নের জীবনের শেষ সামরিক অভিযান কোন্ দেশের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
- 'পোড়ামাটি নীতি' কোন্ বাহিনীর যুদ্ধনীতি ছিল?
- কে 'মুক্তিদাতা জার' নামে পরিচিত?
- 'অপারেশন সী লায়ন' কী?
- ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন?
- রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- পার্ল হারবারের ঘটনা কী?
- কোন্ দিনটি রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়?
- কোন্ যুদ্ধকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' বলা হয়?
- জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
- কোন্ দেশ গণহত্যার জন্য 'গ্যাস চেম্বার' ব্যবহার করেছিল?
- কবে ন্যাটো (NATO) গঠিত হয়?
- জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
- WHO এর পুরো নাম কী?
- 'ইউনাইটেড নেশনস' কথাটি চয়ন করেন কে?
- সম্মিলিত জাতিপুঞ্জের একটি আন্তর্জাতিক সমস্যার উল্লেখ করো।
সম্পূর্ণ সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-----------------------------------------
model activity task - class 9 pdf download
model activity task class 9 pdf all subject
model activity task class 9 life science
model activity task class 9 geography pdf
model activity task class 9 all subject
model activity task class 9 bengali pdf
model activity task class 9 english pdf
model activity task class 9 mathematics
model activity task class 9 answer
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ