মাধ্যমিক ভৌতবিজ্ঞান
অষ্টম অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
রাসায়নিক বন্ধন
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি ঠিক সেটি লেখো :
- দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ হলো -
(ক) কাপড় কাচার সোডা
(খ) ফটকিরি
(গ) জল
(ঘ) চক
উত্তর : (গ) জল
- নিচের কোনটিতে একাধিক যোজ্যতা দেখা যায় -
(ক) N
(খ) Fe
(গ) C
(ঘ) O
উত্তর : (খ) Fe
- জলীয় দ্রবণে আয়নীয় যৌগের কেলাস গঠন করে -
(ক) মুক্ত অনু
(খ) মুক্ত পরমাণু
(গ) কেবল মুক্ত ক্যাটায়ন
(ঘ) মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই
উত্তর : (ঘ) মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই
- অ্যাসিটিলিন অনুর গঠনে দেখা যায় -
(ক) তিনটি এক বন্ধন
(খ) দুটি এক বন্ধন ও একটি দ্বিবন্ধন
(গ) একটি ত্রিবন্ধন ও দুটি এক বন্ধন
(ঘ) দুটি দ্বিবন্ধন
উত্তর : (গ) একটি ত্রিবন্ধন ও দুটি এক বন্ধন
- কার্বন টেট্রাক্লোরাইড একটি -
(ক) সমযোজী ও তড়িৎ বিশ্লেষ্য
(খ) অসমযোজী
(গ) তড়িৎ যোজী
(ঘ) তড়িৎ অবিশ্লেষ্য যৌগ
উত্তর : (ঘ) তড়িৎ অবিশ্লেষ্য যৌগ
- নিচের কোন পদার্থের দ্রবণ তড়িৎ পরিবহন করে না -
(ক) খাদ্য লবন
(খ) ইউরিয়া
(গ)) সোরা
(ঘ) ছানার তৈরি পাউডার
উত্তর : (খ) ইউরিয়া
- কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে না -
(ক) সমযোজী
(খ) অসমযোজী
(গ) তড়িৎযোজী
(ঘ) সবগুলির
উত্তর : (গ) তড়িৎযোজী
- নিচের কোন যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই -
(ক) অ্যামোনিয়া
(খ) নাইট্রোজেন
(গ) মিথেন
(ঘ) অক্সিজেন
উত্তর : (গ) মিথেন
- দুটি পরমাণুর মধ্যে বন্ধন সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্যের মান কীভাবে পরিবর্তিত -
(ক) বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) বৃদ্ধি বা হ্রাস দুটির সম্ভাবনা থাকে
উত্তর : (খ) হ্রাস পায়
- তড়িৎযোজী বন্ধন তৈরি সময় কিসের আদান-প্রদান ঘটে -
(ক) ইলেকট্রন
(খ) প্রোটন
(গ) নিউট্রন
(ঘ) পজিট্রন
উত্তর : (ক) ইলেকট্রন
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
-----------------------
madhyamik physical science suggestion 2021 download free
madhyamik suggestion 2020 physical science pdf free download
madhyamik physical science question paper 2020
madhyamik physical science question paper 2020 pdf
madhyamik physical science book pdf
madhyamik suggestion 2020 pdf free download
madhyamik life science suggestion 2021
madhyamik math suggestion 2021
madhyamik math suggestion 2020 pdf download
MCQ cai
উত্তরমুছুন