মাধ্যমিক বাংলা
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্ততরধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ৬০ শব্দে)
- "তোরা সব জয়ধ্বনি কর!"-উদ্ধৃতাংশটির উৎস লেখো। কাকে, কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে?
- "আসছে এবার অনাগত..."- 'অনাগত' -কে কোন বিশেষনে কেন বিশেষায়িত করা হয়েছে লেখো।
- "আসছে ভয়ংকর।"-ভয়ংকর কীভাবে আসছে?
- "ওরে ওই হাসছে ভয়ংকর!"-'ভয়ংকর'-এর হাসির কারণটি লেখো।
- "রক্ত তাহার কৃপাণ ঝোলে"-উক্তিটির তাৎপর্য সপ্রসঙ্গ আলোচনা করো।
- "দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়"-কোন প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে?
- "বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর' পর-"-'তারই' বলতে কার কথা বোঝানো হয়েছে? উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও।
- "মাভৈঃ মাভৈঃ"-কোন কারণে কবি নির্ভয় হতে বলেছেন?
- এই তো রে তার আসার সময়"- তার আগমঙ্কালে কী কী হয়েছিল?
- 'প্রলয় নূতন সৃজন-বেদন' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, আলোচনা করো।
নীচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ (কমবেশি ১৫০ শব্দে)
- "জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে/ জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে!"-'জগৎ জুড়ে প্রলয়' কথাটির অর্থ কী? এই প্রলয়কে স্বাগত জানানোর কারণ কী?
- "ধ্বংস দেখে ভয় কেন তোর? - প্রলয় নূতন সৃজন-বেদন!"-কোন ধ্বংসের কথা বলা হয়েছে? 'প্রলয় নূতন সৃজন-বেদন' কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।
- "ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?"-কবি নজরুল ইসলাম 'প্রলয়োল্লাস' কবিতায় ভাঙা-গড়ার কোন রূপকে ফুটিয়ে তুলেছেন?
- "কাল-ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর !"-'কাল-ভয়ংকর' বলতে কার কথা বলা হয়েছে? তার রূপের বর্ণনা দিয়ে তাকে কেন সুন্দর বলা হয়েছে, ব্যাখ্যা করো।
- 'প্রলয়োল্লাস' কবিতার বিষয় অবলম্বন করে কবি- মানসিকতার পরিচয় দাও।
- 'প্রলয়োল্লাস' কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
----------------------------------
madhyamik bengali suggestion 2021
madhyamik suggestion 2021
madhyamik english suggestion 2021
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf
madhyamik suggestion 2021
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 pdf free download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ