মাধ্যমিক বাংলা
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলাম
বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্নোত্তরঃ-
- 'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) ছায়ানট
(খ) অগ্নিবীণা
(গ) সিন্ধুহিন্দোল
(ঘ) বিষের বাঁশি
উত্তরঃ (খ) অগ্নিবীণা
- "ওই নূতনের কেতন ওড়ে..."-'নূতনের কেতন' কেমনভাবে ওড়ে?
(ক) কালবৈশাখীর ঝড়ের মতো
(খ) বজ্রশিখার মশাল জ্বেলে
(গ) আশ্বিনের ঝড়ের মতো
(ঘ) ঝড়-তুফানে বজ্রের মতো
উত্তরঃ (ক) কালবৈশাখীর ঝড়ের মতো
- " আসছে এবার..."-কার আসার কথা বলা হয়েছে?
(ক) প্রলয়ংকর শিবের
(খ) বর্গিদের
(গ) অত্যচারী শাসক ইংরেজদের
(ঘ) পাঠান-মোগলদের
উত্তরঃ (ক) প্রলয়ংকর শিবের
- ভয়ংকর কীসের মশাল জ্বেলে আসে?
(ক) ক্রোধের
(খ) কেরোসিনের
(গ) বজ্রশিখার
(ঘ) বিদ্যুতের
উত্তরঃ (গ) বজ্রশিখার
- "____ তাহার কোশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়?"-শূন্যস্থান পূরণ করো।
(ক) সাগর
(খ) বাতাস
(গ) ঝমর
(ঘ) পামর
উত্তরঃ (গ) ঝমর
- "রক্ত তাহার কৃপাণ ঝোলে"-'কৃপাণ' শব্দটির অর্থ হল -
(ক) তরোয়াল
(খ) ঢাল
(গ) বন্দুকের গুলি
(ঘ) বর্ষা
উত্তরঃ (ক) তরোয়াল
- "দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়!"-'পিঙ্গল' শব্দটির অর্থ হল -
(ক) সাদা
(খ) আগুনের মতো রং
(গ) হলুদ
(ঘ) গাঢ় নীল
উত্তরঃ (খ) আগুনের মতো নীল
- "মাভৈঃ মাভৈঃ"-'মাভৈঃ' শব্দের অর্থ হল -
(ক) ভয় কোরো না
(খ) ভয়ংকর
(গ) ধ্বংস আসছে
(ঘ) আর কোনো ভয় নেই
উত্তরঃ (ক) ভয় কোরো না
- "এবার মহানিশার শেষে"-এখানে 'মহানিশা' বলতে বোঝানো হয়েছে -
(ক) দীর্ঘ দুঃখ-কষ্ট
(খ) দীর্ঘ রাত্রিযাপন
(গ) দীর্ঘ পরাধীনতা
(ঘ) দীর্ঘ অপেক্ষা
উত্তরঃ (গ) দীর্ঘ পরাধীনতা
- "দিগম্বরের জটায় হাসে"-'দিগম্বর' কে?
(ক) মহেশ্বর
(খ) ব্রহ্মা
(গ) বিষ্ণু
(ঘ) পবনদেব
উত্তরঃ (ক) মহেশ্বর
- "ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর!"-'চিরসুন্দর' বলা হয়েছে -
(ক) সূর্যকে
(খ) ব্রহ্মাকে
(গ) শিবকে
(ঘ) মহাকালকে
উত্তরঃ (গ) শিবকে
- "বধূরা প্রদীপ তুলে ধর।"-বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন?
(ক) নতুনকে স্বাগত জানাতে
(খ) ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নিতে
(গ) প্রদীপের আলোয় অন্ধকার দূর করতে
(ঘ) অশুভ শক্তিকে দূর করতে
উত্তরঃ (খ) ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নিতে
- "ওই আসে সুন্দর!"-সুন্দর কীভাবে আসছে?
(ক) প্রলয়-নেশার নৃত্য করতে করতে
(খ) কালবৈশাখীর বেশে
(গ) ধূমকেতুর বেশে
(ঘ) কাল-ভয়ংকরের বেশে
উত্তরঃ (ঘ) কাল-ভয়ংকরের বেশে
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik geography suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 geography
class 10 suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 history pdf
madhyamik history suggestion 2021
madhyamik english suggestion 2021 pdf free download
madhyamik bengali suggestion 2021 pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ