মাধ্যমিক বাংলা
অভিষেক
মাইকেল মধুসূদন দত্ত
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- "তবে, এ বারতা, এ অদ্ভুত বারতা,"-বার্তাটি কী এবং তা অদ্ভুত কেন?
উত্তরঃ বীরবাহুর মৃত্যুর যে-সংবাদ ধাত্রীর ছদ্মবেশধারী লক্ষ্মী ইন্দ্রজিৎকে শুনিয়েছিলেন, তাকে 'অদ্ভুত বার্তা' বলা হয়েছে। কারণ, বীরবাহুর হত্যাকারী রামচন্দ্রকে ইন্দ্রজিৎ ইতিপূর্বেই যুধে হত্যা করেছিল।
- "পদতলে পড়ি, শোভিল কুন্ডল।" -'কুন্ডল' শব্দের অর্থ কী?
উত্তরঃ 'কুন্ডল' শব্দটির অর্থ কর্ণভূষণ বা এক ধরনের কানের অলংকার।
- "হা ধিক মোরে।" -ইন্দ্রজিৎ কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন?
উত্তরঃ লঙ্কাকে যখন শত্রুসৈন ঘিরে ফেলেছেন তখন ইন্দ্রজিৎ প্রমোদকাননে নারীদের সঙ্গে রঙ্গ-রসে সময় কাটাচ্ছেন- এই বিষয়টি উপলব্ধি করে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন।
- "ঘুচাব এ অপবাদ।" -বক্তা কীভাবে অপবাদ ঘুচাবে?
উত্তরঃ বক্তা ইন্দ্রজিৎ রামচন্দ্র-সহ সমস্ত শুত্র বধ করে লঙ্কার অপবাদ ঘুচাবে।
- "তবে কেন তুমি, গুণনিধি / ত্যজ কিঙ্করীরে আজি?" -উদ্ধৃতির 'গুণনিধি' ও 'কিঙ্করী' কে?
উত্তরঃ ইন্দ্রজয়ী মেঘনাদ, আর 'কিঙ্করী' হল তার স্ত্রী প্রমীল।
- "সাজিছে রাবণরাজা, বীরমদে মাতি;"-রাবণের যুদ্ধসজ্জার কারণ আলোচনা করো।
উত্তরঃ মায়াবী যোদ্ধা সীতাপতি রামচন্দ্রের হাতে লঙ্কেশ্বর রাবণের বীরপুত্র বীরবাহু নিতহ হয়েছেন। তাঁকে যোগ্য জবাব দেওয়ার জন্য সসৈন্য সজ্জিত হয়েছেন রাজা রাবণ।
- "সমূলে নির্মল / করিব পামরে আজি!" -বক্তা কীভাবে শত্রুকে নির্মূল করবে ভেবেছে?
উত্তরঃ সে তার শত্রুকে মুহুর্মুহু তিরের আগুনে ভস্ম করবে, নতুবা বায়ু -অস্ত্রে উড়িয়ে দেবে। আর একান্তই তা না-হলে তাকে রাজপদে বেঁধে এনে দেবে।
- "এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।" - এখানে কোন্ কলঙ্কের কথা বলা হয়েছে?
উত্তর; ইন্দ্রজিতের মতো বীর সন্তান থাকা সত্ত্বেও পিতা রাবনকে যুদ্ধের যাওয়ার কলঙ্কের কথা এখানে বলা হয়েছে।
- "তবে যদি একান্ত সমরে / ইচ্ছা তব," - বক্তা এ কথার সঙ্গে আর কী বলেছে?
উত্তরঃ নিকুম্ভিলা যজ্ঞাগারে আরাধ্য দেবতাকে পূজো করে পরের দিন রামের সাথে যুদ্ধে যেতে পারবে।
- "সেনাপতি - পদে আমি বরিণু তোমারে।" - কে, কাকে সেনাপতি পদে বরণ করলেন?
উত্তরঃ রাবন তাঁর প্রিয় পুত্র ইন্দ্রজিতকে।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-------------------------------------
madhyamik bengali suggestion 2021 free
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik bengali suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 history pdf
madhyamik english suggestion 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ