নবম শ্রেনী
ইতিহাস
বার্ষিক পরীক্ষার প্রস্তুতি
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2020 পার্ট 1
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখোঃ
- 'দ্য স্পিরিট অফ লজ' - গ্রন্থটি লিখেছিলেন -
(ক) মন্তেস্কু
(খ) রুশো
(গ) ভলতেয়ার
(ঘ) কুয়েসনে
- নেপোলিয়নকে 'বিপ্লবের সন্তান' বলেছেন ঐতিহাসিক -
(ক) ট্রেভেলিয়ন
(খ) লিও টলস্টয়
(গ) টমসন
(ঘ) ফিশার
- ভিয়েনা সম্মেলনে 'Big Four' নামে পরিচিত -
(ক) অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড
(খ) অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইতালি
(গ) অস্ট্রিয়া, প্রাশিয়া, ফ্রান্স, ইতালি
(ঘ) রাশিয়া, ইতালি, অস্ট্রিয়া, প্রাশিয়া
- 'রিসর্জিমেন্টো' পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) ম্যাৎসিনি
(খ) ক্যাভুর
(গ) গ্যারিবল্ডি
(ঘ) মুসোলিনি
- দ্বিতীয় আফিমের যুদ্ধ সংঘটিত হয় -
(ক) ১৮৪০ খ্রিঃ
(খ) ১৮৪২ খ্রিঃ
(গ) ১৮৫০ খ্রিঃ
(ঘ) ১৮৫৬ খ্রিঃ
- স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের প্রেসিডেন্ট ছিলেন -
(ক) ম্যানুয়েল আজানা
(খ) ক্যাসরিস কুইরোজ
(গ) জেনারেল ফ্রাঙ্কো
(ঘ) নিসেটা জামোরা
- হিটলারের 'অপারেশন বারবারোসা' হল -
(ক) পোল্যান্ড আক্রমণ নীতি
(খ) ইংল্যাণ্ড আক্রমণ নীতি
(গ) রাশিয়া আক্রমণ নীতি
(ঘ) ফ্রান্স আক্রমণ নীতি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পার্ল হারবারে বোমা নিক্ষেপ করেছিল -
(ক) জার্মানি
(খ) ইতালি
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) এদের কেউ নয়
- 'সম্মিলিত জাতিপুঞ্জ' নামকরণটি -
(ক) রুজভেল্ট
(খ) চার্চিল
(গ) স্ট্যালিন
(ঘ) ট্রূম্যানের দেওয়া
- জাতিসংঘের সদস্য ছিল না -
(ক) জার্মানি
(খ) জাপান
(গ) ইটালি
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
- জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা -
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) নয়টি
(ঘ) পোনেরোটি
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-------------------------------------
history model activity task class 9
model activity task class 9 west bengal board
model activity task - class 9 pdf
model activity task class 9 part-1
model activity task class 9 mathematics
model activity task class 9 life science
model activity task class 9 history part-3
model activity task class 9 history part -2
model activity task class 9 history part-1
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ