মাধ্যমিক ভৌত বিজ্ঞান
পঞ্চম অধ্যায়
আলো
আলোর প্রতিসরণ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাওঃ
- হিরে এবং কাচের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি?
উত্তরঃ হিরে
- প্রতিসরণের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
উত্তরঃ sin i/sin r = μ = ধ্রুবক
- আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম গেলে আলোর প্রতিসরণ ঘটে কেন?
উত্তরঃ আলোকরিশ্মির বেগ পরিবর্তনের জন্য প্রতিসরণ ঘটে।
- সূর্যালোকের দৃশ্যমান কোন্ বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি
- প্রিজমের মোট কয়টি তল থাকে?
উত্তরঃ পাঁচটি
- ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমের মধ্য দিয়ে আলো কীভাবে যায়?
উত্তরঃ প্রিজমটির ভূমির সমান্তরালভাবে যায়
- আলোর প্রতিসরণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত হয়?
উত্তরঃ শূন্য
- জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্কের পরিবর্তন কেমন হয়?
উত্তরঃ জলের প্রতিসরাঙ্ক হ্রাস
- কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?
উত্তরঃ লম্ব আপতনের ক্ষেত্রে
- জল সাপেক্ষ কাচের প্রতিসরাঙ্ক এবং কাচ সাপেক্ষ জলের প্রতিসরাঙ্কের গুণফল কত হবে?
উত্তরঃ এক
- ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন্ রাশিটির পরিবর্তন হয়?
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য কমে যায়
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুন
Tags Line
----------------------------------------------------
madhyamik physical science suggestion 2021 download pdf
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik physical science book pdf
madhyamik physical science suggestion 2021 bengali version
madhyamik physical science question paper 2021
madhyamik math suggestion 2021 pdf download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik physical science question 2021 pdf
কাচ ও এ
উত্তরমুছুনজলের মধ্যে প্রতিসারঙ