মাধ্যমিক ভৌত বিজ্ঞান
চতুর্থ অধ্যায়
তাপের ঘটনাসমূহ
তাপীয় প্রসারণ
নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ
- রুপা ও তামার মধ্যে ____________ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি।
উত্তরঃ রুপা
- ___________ তরলের নিজস্ব ধর্ম।
উত্তরঃ তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক
- কঠিন পদার্থের তিনটি প্রসারণ গুণাঙ্কের মান কঠিনের _____________ উপর নির্ভর করে।
উত্তরঃ প্রকৃতির
- তরলের ঘনত্বের সঙ্গে ______________ প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে।
উত্তরঃ প্রকৃত
- উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের আয়তন বৃদ্ধিকে _____________ বলে।
উত্তরঃ আয়তন প্রসারণ
- গ্যাসের প্রসারণ গুণাঙ্ক ______________ প্রকার।
উত্তরঃ দুই
- তাপ প্রয়োগে কোনো দণ্ডের প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি ও ________________ ওপর নির্ভর করে।
উত্তরঃ উপাদানের
- উষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রসারণ লোহার চেয়ে ________________।
উত্তরঃ বেশি
নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ
- উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ একই হয়।
উত্তরঃ মিথ্যা
- গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় চাপ স্থির থাকে।
উত্তরঃ সত্য
- থার্মোস্ট্যাট এক প্রকারের দ্বিধাতব পাত।
উত্তরঃ সত্য
- তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপর নির্ভরশীল।
উত্তরঃ আপাত প্রসারণ গুণাঙ্ক
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
-------------------------------------------
wb madhyamik class 10 physical science suggestion 2021 wbbse
madhyamik physical science question paper 2021
madhyamik physical science suggestion 2021 pdf free download
madhyamik physical science suggestion 2021 bengali version
madhyamik exam 2021 physical science question paper
madhyamik suggestion 2021 physical science pdf
madhyamik physical science suggestion 2021
madhyamik life science suggestion 2021
madhyamik physical science question 2021 pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ