মাধ্যমিক ভৌত বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
গ্যাসের আচরণ
আণবিক স্তরে গ্যাসের আচরন
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে, এদের মধ্যে যেটি ঠিক সেটি লেখো ঃ
- বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে -
(ক) উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে
(খ) উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
(গ) উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে
(ঘ) নিম্ন উষ্ণতা ও নিম্ন চাপে
উত্তরঃ (ক) উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে
- গভীর জলের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন -
(ক) বাড়ে
(খ) কমে
(গ) একই থাকে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) বাড়ে
- গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলির গতিবেগ -
(ক) কমবে
(খ) বাড়বে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) প্রথমে বাড়বে, পরে কমবে
উত্তরঃ (খ) বাড়বে
- কোনো নির্দিষ্ট পরিমান গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে -
(ক) চাপের উপর
(খ) আয়তনের উপর
(গ) উষ্ণতার উপর
(ঘ) ঘনত্বের উপর
উত্তরঃ (গ) উষ্ণতার উপর
- গ্যাসের উষ্ণতা গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তির -
(ক) সমানুপাতিক
(খ) ব্যাস্তানুপাতিক
(গ) বর্গের সমানুপাতিক
(ঘ) বর্গের ব্যাস্তানুপাতিক
উত্তরঃ (ক) সমানুপাতিক
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঃ
- পরম শূণ্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত?
উত্তরঃ শূণ্য
- আদর্শ গ্যাসের অণুগুলির বেগ কত?
উত্তরঃ শূন্য থেকে অসীম পর্যন্ত
- খনিতে মার্স গ্যাসের উপস্থিতি বোঝাতে বিপদসমগকেত হিসাবে ব্যবহৃত বৈদ্যুতিক ঘন্টায় গ্যাসের কোন্ ধর্মকে কাজে লাগানো হয়?
উত্তরঃ ব্যাপন ধর্মকে
- আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে কাকে তরলে পরিনত করা যায়?
উত্তরঃ বাস্তব গ্যাসকে
- রান্না করার গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরের গ্যাস কি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?
উত্তরঃ না
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
-----------------------------------------------------------------------
WB Class 10 Physical Science Suggestion 2021
class 10 physical science suggestion 2021
madhyamik suggestion 2021 physical science pdf
class 10 physical science suggestion 2021
madhyamik physical science suggestion
madhyamik physical science question answer
madhyamik physical science book pdf
madhyamik 2021 physical science question paper
wbbse class 10 physical science
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ