মাধ্যমিক ভৌত বিজ্ঞান
তৃতীয় অধ্যায়
রাসায়নিক গণনা
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে, এদের মধ্যে যেটি ঠিক সেটি লেখোঃ
- ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। এটি হল -
(ক) ভরের সংরক্ষন সূত্র
(খ) স্থিরানুপাত সূত্র
(গ) শক্তির সংরক্ষণ সূত্র
(ঘ) গুণানুপাত সূত্র
উত্তরঃ (ক) ভরের সংরক্ষণ সূত্র
- 'আপেক্ষিকতাবাদ' - এর আবিষ্কারক হলেন -
(ক) ম্যাক্সপ্লাঙ্ক
(খ) ডালটন
(গ) আইনস্টাইন
(ঘ) গে-লুকাস
উত্তরঃ (গ) আইনস্টাইন
- ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য -
(ক) কেবলমাত্র ভৌত পরিবর্তনের ক্ষেত্রে
(খ) কেবলমাত্র রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে
(গ) উভয় পরিবর্তনের ক্ষেত্রেই
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ (গ) উভয় পরিবর্তনের ক্ষেত্রেই
- রাসায়নিক বিক্রিয়ায় -
(ক) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের বর ও আয়তন সমান থাকে
(খ) প্রতিটি বিক্রিয়কের ভর সমান হয়
(গ) বিক্রিয়কসমূহের মোট আয়তন এবং বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট আয়তন সমান হয়
(ঘ) বিক্রিয়াসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয়
উত্তরঃ (ঘ) বিক্রিয়াসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয়
- রাসায়নিক বা নিউক্লিয় বিক্রিয়ায় যতটুকু ভরের পরিবর্তন হয়, তাকে বলে -
(ক) তুল্যাঙ্ক ভর
(খ) ভর ত্রুটি
(গ) তুল্যাঙ্ক শক্তি
(ঘ) পরিমাপযোগ্য ভর
উত্তরঃ (খ) ভর ত্রুটি
- 'মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়' - বক্তব্যটি কোন্ সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ -
(ক) ভরের নিত্যতা সূত্র
(খ) শক্তির নিত্যতা সূত্র
(গ) ভর ও শক্তির নিত্যতা সূত্র
(ঘ) স্থিরানুপাত সূত্র
উত্তরঃ (গ) ভর ও শক্তির নিত্যতা সূত্র
- যে বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, তা হল -
(ক) রাসায়নিক বিক্রিয়া
(খ) ভৌত বিক্রিয়া
(গ) নিউক্লিয় বিক্রিয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) নিউক্লিয় বিক্রিয়া
- মিথেনের আণবিক ওজন 16, নীচের কোন্টি এর বাষ্পঘনত্ব?
(ক) 8
(খ) 16
(গ) 22.4
(ঘ) 32
উত্তরঃ (ক) 8
- NTP - তে 11.2 L একটি গ্যাসের ভর 32 g, গ্যাসটির আণবিক ভর -
(ক) 8
(খ) 16
(গ) 32
(ঘ) 64
উত্তরঃ (ঘ) 64
- 3.2 g মিথেনের দহন ঘটালে NTP - তে কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন হবে?
(ক) 4.48 L
(খ) 8.96 L
(গ) 22.4 L
(ঘ) 44.8 L
উত্তরঃ (খ) 8.96 L
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
----------------------------------------------------------
West Bengal Class 10 Physical Science Suggestion 2021 Download PDF
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik physical science book pdf
class 10 physical science suggestion 2021
madhyamik history suggestion 2021 pdf free download
madhyamik physical science question paper 2021
madhyamik physical science question answer
madhyamik math suggestion 2021 pdf download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ