মাধ্যমিক ভৌতবিজ্ঞান
প্রথম অধ্যায়
পরিবেশের জন্য ভাবনা
শক্তির যথাযথ ব্যবহার
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
- তাপন মূল্যের একক কি?
উত্তর : কিলোজুল/ গ্রাম
- কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই বর্তমান?
উত্তর : মিথেন
- সৌর শক্তির উৎস কি?
উত্তর : নিউক্লিয় সংযোজন বিক্রিয়া
- ভূতাপ শক্তির প্রধান উৎস কি?
উত্তর : আগনিয় গিরি ও উষ্ণ প্রস্রবণ
- অপ্রচলিত বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখ।
উত্তর : সৌরশক্তি ও বায়ু শক্তি
- চারকোল ও জীবাশ্ম কাঠের মধ্যে কোন জ্বালানির পরিবেশ দূষণ ঘটায়?
উত্তর : জ্বালানি কাঠ
- কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
উত্তর : হাইড্রোজেন
- রান্নার ক্ষেত্রে বায়ো গ্যাস ব্যবহারের সুবিধা কি?
উত্তর : ব্যবহার্য বাসনপত্রের কোন প্রকার কালি পড়ে না।
- কোন যন্ত্রের সাহায্যে সৌর শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর : সোলার প্যানেল
- সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও।
উত্তর : স্থায়ী পপুলেশন
- বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসের বিরোধিতা করে তাদেরকে কি বলা হয়?
উত্তর : অ্যানেরোবিক বাক্টেরিয়া
- এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই সূর্য থেকে আসে না?
উত্তর : ভূতাপ শক্তি
- সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
উত্তর : খনিজ তেল ও কয়লা
- মিথেন হাইড্রেটের সংকেত কি?
উত্তর : 4CH4.23H2O
- বায়োমিস কাকে বলে?
উত্তর : উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে বায়োমাস বলা হয়।
- জীবাশ্ম জ্বালানি ব্যতীত অপর একটি অনবীকরণ যোগ্য শক্তি উৎসের উদাহরণ দাও।
উত্তর : পারমাণবিক শক্তি
- কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
উত্তর : ডিজেলের
- বায়োগ্যাস প্লান্টে কোন পদ্ধতিতে বায়ু গ্যাস উৎপন্ন করা হয়?
উত্তর : বিয়োজন
- ভারতে বায়োডিজেল প্রস্তুত করা হয় এমন একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর : জ্যাট্রোফা
- ফায়ার আইস বলতে কী বোঝো?
উত্তর : মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে।
- মিথেন হাইড্রেট কাকে বল
নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অনুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অনুগুলি থাকে। একে মিথেন হাইড্রেট বলে।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-------------------------------------------------------------
Madhyamik Class 10 Physical Science Suggestion 2021 Download PDF
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik physical science book pdf
madhyamik suggestion 2021 physical science pdf free download
madhyamik physical science question paper 2021
madhyamik physical science question answer
madhyamik 2021 physical science question paper pdf
madhyamik exam 2021 physical science question paper
madhyamik physical science suggestion 2021 bengali version
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ