মাধ্যমিক ভৌত বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
গ্যাসের আচরণ
ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও ঃ
- গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো।
উত্তরঃ নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
- চাপের SI একক কী?
উত্তরঃ পাস্কাল
- স্থির উষ্ণতায় বন্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমান ওই পাত্রে যোগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে?
উত্তরঃ চাপ বৃদ্ধি পাবে
- বয়েলের সূত্রে ধ্রুবকগুলি কি কি?
উত্তরঃ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা
- বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয়, তার নাম লেখো।
উত্তরঃ গ্যাসের ভরকে
- চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কি কি?
উত্তরঃ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ
- পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
উত্তরঃ শূন্য হবে
- চার্লসের সূত্রের V - T লেখচিত্রটির প্রকৃতি কিরূপ?
উত্তরঃ মূলবিন্দুগামী সরলরেখা
- সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?
উত্তরঃ -273.15०C
- কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত?
উত্তরঃ 273K
- সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে t०C এবং TK হলে তাদের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তরঃ T = 273+t
- কোন্ উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য?
উত্তরঃ -273०C
- 30०C এবং 300K এর মধ্যে কোন্ উষ্ণতাটি বেশি?
উত্তরঃ 30०C = (273+30) = 303K
∴ 30०C উষ্ণতাটি বেশি
- মোলার আয়তনের মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?
উত্তরঃ গ্যাসের চাপ ও উষ্ণতার উপর
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------------------------
physical science class 10 madhyamik suggestion 2021 download pdf
madhyamik physical science book pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik physical science question paper 2021
physical science madhyamik question 2021
madhyamik exam 2021 physical science question paper
madhyamik physical science suggestion 2021 bengali version
madhyamik 2021 physical science question paper pdf
madhyamik physical science question answer
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ