মাধ্যমিক ভৌত বিজ্ঞান
পঞ্চম অধ্যায়
আলো
আলোক তরঙ্গ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাওঃ
- দৃশ্যমান আলোর মধ্যে কোন্ আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি এবং কোন্ আলোর সবচেয়ে কম?
উত্তরঃ বেগুণি বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি এবং লাল আলোর সবচেয়ে কম।
- এক্স-রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ জীবন্ত কোশকে ধ্বংস করে।
- প্রাথমিক বর্ণ তিনটি কী কী?
উত্তরঃ লাল, সবুজ ও নীল
- বায়ুমন্ডলের অনুপস্থিতিতে দিনের আকাশ কেমন দেখাত?
উত্তরঃ অন্ধকার
- তড়িৎচুম্বকীয় বর্ণালির কোন্টির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেসি?
উত্তরঃ রেডিয়ো তরঙ্গের
- চাঁদের আকাশ দিনের বেলায় কী রঙের হয়?
উত্তরঃ অন্ধকার
নীচের শূন্যস্থানগুলি পুরোন করোঃ
- বেশি তরঙ্গেরদৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ _____________ হয়।
উত্তরঃ কম
- _____________ আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
উত্তরঃ লাল
- বিভিন্ন মহাজাগতিক রশ্মির মধ্যে একটি উচ্চশক্তিসম্পন্ন রশ্মি হল ______________ রশ্মি।
উত্তরঃ গামা
- কম্পাঙ্কের একক হল _____________।
উত্তরঃ হার্ৎজ
- বায়ুমন্ডল না থাকলে আকাশের রং হত ______________।
উত্তরঃ কালো
নীচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করোঃ
- বেগুনি থেকে লাল পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের মান বাড়তে থাকে।
উত্তরঃ সত্য
- শূন্যস্থানে সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সমান হয়।
উত্তরঃ সত্য
- উদীয়মান সূর্যের লাল রং হওয়ার কারণ আলোর বিক্ষেপন।
উত্তরঃ সত্য
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-------------------------------------------
madhyamik physical science suggestion 2021 download pdf free
madhyamik physical science book pdf
madhyamik math suggestion 2021 pdf download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik physical science suggestion 2021 bengali version
madhyamik history suggestion 2021 pdf free download
madhyamik physical science question paper 2021
madhyamik physical science question answer
physical science madhyamik question 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ