Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - কয়েকটি সাধারণ জিনগত রোগ - শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - কয়েকটি সাধারণ জিনগত রোগ - শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

মাধ্যমিক জীবন বিজ্ঞান

তৃতীয় অধ্যায় 

কয়েকটি সাধারণ জিনগত রোগ 



নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ 


  • বর্ণান্ধতা X ক্রোমোজোমবাহিত _____ জিন দ্বারা নিয়ন্ত্রত হয়।

উত্তরঃ প্রচ্ছন্ন


  • বর্ণান্ধ্বতার অর্থ হল লাল ও ______ বর্ণের পার্থক্য করতে না পারা।

উত্তরঃ সবুজ


  • ______ রোগে রক্ততঞ্চন ব্যাহত।

উত্তরঃ হিমোফিলিয়া


থ্যালাসেমিয়া রোগটি ____ ক্রোমোজোম বাহিত।

উত্তরঃ অটোজোম


  • রক্ততঞ্চনে সাহায্যকারী ____ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া   A রোগ হয় ।

উত্তরঃ   VIII


  • সবুজ বর্ণান্ধতাকে ______ বলে।

উত্তরঃ ডিউটেরানোপিয়া


  • _____ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

উত্তরঃ বর্ণান্ধতা


  • লাল বর্ণান্ধতাকে ____ বলে।

উত্তরঃ প্রোটানোপিয়া


  • নীল বর্ণান্ধতার জন্য দায়ী জিন্টি _____ প্রকৃতির।

উত্তরঃ ট্রাইটানোপিয়া 


  • _____ রোগে দেহে লোহা জমে।

উত্তরঃ থ্যালাসেমিয়া


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ 


  • হিমোফিলিয়া একটি অটোজোমবাহিত রোগ।

উত্তরঃ মিথ্যা


  • বর্ণান্ধতা পুরুষদের তুলনায় স্ত্রীদেহে বেশি দেখা যায়।

উত্তরঃ মিথ্যা 


  • বর্ণান্ধতার অপর নাম রয়্যাল ডিজিজ।

উত্তরঃ মিথ্যা 


  • রক্তের IX ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া A রোগ হয়।

উত্ততঃ মিথ্যা


  • বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি ‘X’  ক্রোমোজোমে উপস্থিত।

উত্তরঃ সত্য


  • X ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি হল হল্যানড্রিক জিন।

উত্তরঃ মিথ্যা


  • অটোজোমাল জিন দ্বারা সৃষ্ট রোগ হল থ্যালাসেমিয়া।

উত্তরঃ সত্য


বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিকনং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখোঃ 


বামস্তম্ভ

২.১ রয়্যাল হিমোফিলিয়া

২.২ ক্রিস-ক্রস উত্তরাধিকার

২.৩ আলফা থ্যালাসেমিয়া

২.৪ নীল সংবেদী কোশ

২.৫ লাল বর্ণ  চিনতে না পারা


ডানস্তম্ভ

(ক) সায়ানোলোব

(খ) প্রোটোনোপিয়া

(গ) সেক্স-লিংকড জিন

(ঘ) 16 তম ক্রোমোজোম

(ঙ) ক্লোরোলোব

(চ) হিমোফিলিয়া ও বর্ণান্ধতা

উত্তরঃ-

২.১ রয়্যাল হিমোফিলিয়া – (গ) সেক্স-লিংকড জিন

২.২ ক্রিস-ক্রস উত্তরাধিকার – (চ) হিমোফিলিয়া ও বর্ণান্ধতা

২.৩ আলফা থ্যালাসেমিয়া –  (ঘ) 16 তম ক্রোমোজোম

২.৪ নীল সংবেদী কোশ – (ক) সায়ানোলোব

২.৫ লাল বর্ণ চিনতে না পারা  - (খ) প্রোটোনোপিয়া


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close