মাধ্যমিক জীবন বিজ্ঞান
চতুর্থ অধ্যায়
বেঁচে থাকার কৌশল - অভিযোজন
নীচের বাক্যগুলির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
- পায়রার ফুসফুসে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা _________।
উত্তরঃ নয়টি
- মৌমাছির নৃত্য _________ প্রকার।
উত্তরঃ দুই
- মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব অধিক হলে শ্রমিক মৌমাছি ___________ প্রকার নাচ করে।
উত্তরঃ ওয়াগল
- ওয়াগল ডান্স দেখা যায় ___________ পতঙ্গে।
উত্তরঃ মৌমাছি
- মৌমাছির বার্তা আদানপ্রদান হল ___________ ঘটিত অভিযোজন।
উত্তরঃ আচরন
- উটের লোহিতকণিকার আকার ___________।
উত্তরঃ ডিম্বাকার
- উটের লোহিতকণিকায় ___________ থাকে না।
উত্তরঃ নিউক্লিয়াস
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ
- উটের RBC এর আকৃতি ক্ষুদ্র ও ডিম্বাকার।
উত্তরঃ সত্য
- মৌমাছির নৃত্যকে ওয়াগটেল নৃত্য বলে।
উত্তরঃ সত্য
- সুন্দরীগাছে শ্বাস গ্রহণের সুবিধার জন্য পর্ণকান্ড দেখা যায়।
উত্তরঃ মিথ্যা
- মাছের শ্বাসকার্যে সহায়ক একটি অঙ্গ হল মাছের পটকা।
উত্তরঃ সত্য
- পত্রকন্টক লবণাম্বু উদ্ভিদে দেখা যায়।
উত্তরঃ মিথ্যা
- পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে।
উত্তরঃ মিথ্যা
বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনিরায় লেখোঃ
বামস্তম্ভ
২.১ ফণীমনসার কাঁটা
২.২ ফাইলোক্ল্যাড
২.৩ গ্যাস উৎপাদনকারী গ্রন্থি
২.৪ পায়রার বায়ুথলি
২.৫ ম্যানগ্রোভ
ডানস্তম্ভ
(ক) নয়টি
(খ) সবুজ ও রসালো কান্ড
(গ) রূপান্তরিত পাতা
(ঘ) রেড গ্ল্যান্ড
(ঙ) সুন্দরী গাছ
উত্তরঃ ২.১ ফণীমনসার কাঁটা - (গ) রূপান্তরিত পাতা
২.২ ফাইলোক্ল্যাড - (খ) সবুজ ও রসালো কান্ড
২.৩ গ্যাস উৎপাদনকারী গ্রন্থি - (ঘ) রেড গ্ল্যান্ড
২.৪ পায়রার বায়ুথলি - (ক) নয়টি
২.৫ ম্যানগ্রোভ - (ঙ) সুন্দরী গাছ
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
----------------------------------------------------
madhyamik life science suggestion 2021 pdf
class 10 life science question answer in bengali
madhyamik life science suggestion 2021 pdf
madhyamik life science suggestion 2021
20201 madhyamik life science answer
life science class 10 in bengali
madhyamik suggestion 2021 physical science
madhyamik 2021 life science answer sheet
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ