মাধ্যমিক জীবন বিজ্ঞান
তৃতীয় অধ্যায়
বংশগতি
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :
- অ্যালিল কি?
উত্তর : সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ যুগ্ম জিনকে বলে অ্যালিল।
- মানুষের বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।
উত্তর : দেহের উচ্চতা
- সংকরায়নের জন্য নির্বাচিত পুং এবং স্ত্রী জীব দুটিকে বলে?
উত্তর : জনিতৃ জীব
- স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
উত্তর : সম প্রকৃতির গ্যামেট উৎপন্ন করে বলে।
- মেন্ডেলের দ্বিসংকর জননের F1 জনুতে উৎপন্ন জীবের স্বপ্রজনন ঘাটালে F2 জনুতে কত প্রকার ফিনোটাইপ পাওয়া যাবে?
উত্তর : চার প্রকার
- ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য কি?
উত্তর : জিনোটাইপ হলো ফিনোটাইপর কারণ এবং ফিনোটাইপ হল জিনোটাইপের ফলাফল।
- কোন গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়?
উত্তর : সন্ধ্যামালী
- মেন্ডেল বংশগতির পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
উত্তর : সাত জোড়া
- সংকর কাকে বলে?
উত্তর : দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ফলে যে উভয় বৈশিষ্ট্যসম্পন্ন জীবের উদ্ভব হয় তাকে সংকর বলা হয়।
- একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি করে দেখা যায়?
উত্তর : X এবং Y
- মানুষের দেহের কোষে কি কি প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায়?
উত্তর : X এবং Y
- মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?
উত্তর : ২২ টি
- মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদ গুলির জিনোটাইপ অনুপাত উল্লেখ করো।
উত্তর : 1 : 2 : 1
- সুপ্রজনন বিদ্যার জননের পুরো নাম কি?
উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল
- মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে খর্ব উপস্থিতি কী প্রমাণ করে?
উত্তর : জনিতৃ জনুতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপস্থিতি।
- মেন্ডেলের পৃথকীভবনের সূত্রের একটি ব্যতিক্রম উল্লেখ করো।
উত্তর : অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা ও লিংকেজ
- মানুষের ক্ষেত্রে 44A + XY কোন লিঙ্গ সূচিত করে?
উত্তর : পুংলিঙ্গ
- লোকাস কি?
উত্তর : ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে।
- 9 : 3 : 3 : 1 কি ধরনের অনুপাত?
উত্তর : দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত
- পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন?
উত্তর : পুরুষ দেহে বিপরীতধর্মী গ্যামেট উৎপন্ন হওয়ায় পুরুষদের হেটারোগ্যামেটিক বলা হয়।
বিসদৃশ্ শব্দটি বেছে লেখ :
- 3 : 1, স্বাধীন বিন্যাস সূত্র, একসংকর জনন পরীক্ষা, পৃথকী ভবন সূত্র।
উত্তর : স্বাধীন বিন্যাস সূত্র
- দ্বিসংকর জননের পরীক্ষা, পৃথকী ভবন সূত্র, 9 : 3 : 3 : 1, স্বাধীন বিন্যাস সূত্র।
উত্তর : পৃথকী ভবন সূত্র
নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
- কান্ডের দৈর্ঘ্য : লম্বা ও বেঁটে : : ফুলের বর্ণ : __________।
উত্তর : বেগুনি ও সাদা
- দেহ কোষ : ডিপ্লয়েড : : জনন কোষ : _________।
উত্তর : হ্যাপ্লয়েড
নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখ :
- ক্রোমোজোম, জিন, লোকাস, DNA।
উত্তর : ক্রোমোজোম
- একসংকর জনন, সংকরায়ন, দ্বি সংকর জনন, রেসিপ্রোকাল জনন।
উত্তর : সংকরায়ন
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-------------------------------------------------
class 10 life science suggestion 2021
class 10 life science question answer in bengali
madhyamik life science suggestion 2021 pdf
class 10 life science question answer in bengali pdf
madhyamik life science suggestion 2021 pdf free
madhyamik 2021 life science answer sheet
madhyamik life science 2021 pdf
west bengal board class 10 life science question paper
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ