WB Class 9 Physical Science Third/Final Exam Suggestion 2020 WBBSE
West Bengal Board of Secondary Education Class 9 Physical Science Final Exam Suggestion. WB Class 9 Physical Science some importan MCQ 2020. West Bengal Class 9 Physical Science Third Exam Suggestion 2020. WBBSE Class 9 Physical Science Model Question Paper 2020. WB Class 9 Physical Science 3rd Summative Evaluation 2020 some mcq. Class 9Physical Science Full Suggestion 2020. নবম শ্রেনীর ভৌত বিজ্ঞানের তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্ব কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন.
প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের "Online Education Sukesh" এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেনীর তৃতীয় পরীক্ষার প্রস্তুরির জন্য ভৌত বিজ্ঞানের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন এই পোস্টে দেওয়া হল। এখানে মোট ২৩টি বহুবিকল্প বিত্তিক প্রশ্ন দেওয়া আছে। তোমাদের নবম শ্রেনীর ভৌত বিজ্ঞানের তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ সাজেশনটি প্রশ্ন ও উত্তরসহ পেতে পোস্টির একেবারে নীচে দেওয়া লিঙ্কগুলি থেকে খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারো। আর এরকম নবম থেকে দ্বাদশ শ্রেনী প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে নিয়মিত ভিজিট করো আমাদের KDpublisher.in ওয়েবসাইটটিকে।
আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমার নবম শ্রেনীর এই প্রশ্ন গুলি শুধুমাত্র অনুশীলনের জন্য ব্যবহার করো।
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :
- প্রদত্ত রাশি গুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ?
- দৈর্ঘ্য
- ভর
- ওজন
- আয়তন
- 2 গ্রাম অনু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ -
- 11 গ্রাম
- 22 গ্রাম
- 44 গ্রাম
- 88 গ্রাম
- রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হল -
- রৈখিক ভরবেগ
- কৌণিক ভরবেগ
- স্থিতিশক্তি
- গতিশক্তি
- কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
- 0°C
- 4°C
- 40°C
- 100°C
- তরলের মুক্ততল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চায়। এর কারণ হলো -
- অভিকর্ষ
- সান্দ্রতা
- পৃষ্ঠটান
- স্থিতিস্থাপকতা
- এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপরপ্রান্তে গেল। ব্যক্তির সরণ হল -
- 14 মিটার
- 16 মিটার
- 22 মিটার
- 25 মিটার
- 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হল -
- 6.022x10²³
- 6.022x10²²
- 3.011x10²³
- 3.011x10²²
- পর্যায় কাল 0.2 সেকেন্ড হলে, কম্পাঙ্ক হবে -
- 0.2 Hz
- 0.5 Hz
- 5 Hz
- 10 Hz
- একটি ইমালসন গোষ্ঠীভুক্ত কোলয়েডের উদাহরণ হল -
- কোল্ডক্রিম
- মেঘ
- ধোঁয়া
- সাবানের ফেনা
- 40°C উষ্ণতায় 50 গ্রাম জলে 18.3 গ্রাম NaCl দ্রবীভূত হলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ গঠন করে। এই উষ্ণতায় NaCl - দ্রাব্যতা কত হবে -
- 18.3
- 36.6
- 50
- 100
- প্রশমন বিক্রিয়া ঘটে নিচের কোন গুলির মধ্যে -
- এসিড ও ধাতু
- এসিড ও ক্ষার
- এসিড ও লবণ
- ক্ষার ও লবণ
- বহুমুখী দ্রাবক হলো -
- অ্যালকোহল
- জল
- ইথার
- বেজ্ঞিন
- কালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে কালিকে পৃথক করবে -
- পাতন প্রক্রিয়ায়
- পরিস্রাবণ প্রক্রিয়ায়
- আংশিক পাতন প্রক্রিয়ায়
- সেপারেটরি ফানিলের সাহায্যে
- ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে, তেলের কোন ধর্মের জন্য এটি ঘটে -
- ঘনত্ব
- সান্দ্রতা
- পৃষ্ঠটান
- উপরের কোনোটিই নয়
- একটি ক্ষারীয় লবণের উদাহরণ হল -
- NaHCO₃
- Na₂CO₃
- CuSO₄
- CuCl₂
- পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী -
- প্রোটন
- ইলেকট্রন
- নিউট্রন
- ইলেকট্রন ও নিউট্রন
- নিচের কোন জোড়টিকে পৃথক করতে বিয়োজী ফানেল ব্যবহার করা হয় -
- জল ও সালফিউরিক অ্যাসিড
- জল ও সোডিয়াম ক্লোরাইড
- জল ও ইথাইল অ্যালকোহল
- জল ও কার্বন টেট্রাক্লোরাইড
- 0°C - এ জলের কঠিনীভবন এর আপেক্ষিক লীনতাপের মান হলো -
- 80 cal/g
- 537 cal/g
- 3.36x10⁵ J/kg
- 2.26x10⁶ J/kg
- মিনামাটা রোগের কারণ হলো -
- জলে ক্যাডমিয়ামের উপস্থিতি
- জলে পারদের উপস্থিতি
- জলে সীসার উপস্থিতি
- জলে আর্সেনিকের উপস্থিতি
- সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হলো -
- প্রাবল্য
- তীক্ষ্ণতা
- গুণ বা জাতি
- উপরের সবকটি
- সালফিউরিক অ্যাসিড হল -
- এক-ক্ষারীয়
- দ্বি-ক্ষারীয়
- ত্রি-ক্ষারীয়
- মৃদু ক্ষারীয়
- কথা বলার সময় মাইক্রোফোনের পর্দাটির কম্পন হলো -
- স্বাভাবিক কম্পন
- অনুনাদী কম্পন
- অবমন্দিত কম্পন
- পরবশ কম্পন
- একটি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে, স্প্রিংটির স্থিতিশক্তি -
- বাড়ে
- কমে
- একই থাকে
- উপরের সবগুলি হয়
WB Class 9 Others Subjects Suggestion 2020 Download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ