LightBlog
WBBSE Class 9 Life Science Final Exam Suggestion 2020 MCQ
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Life Science Final Exam Suggestion 2020 MCQ

WB Class 9 Life Science Third Exam Suggestion 2020 some MCQ Question WBBSE

     West Bengal Board of Secondary Education Class 9 Life Science Final Exam Suggestion. WB Class 9 Life Science some importan MCQ 2020. West Bengal Class 9 Life Science Third Exam Suggestion 2020. WBBSE Class 9 Life Science Model Question Paper 2020. WB Class 9 Life Science 3rd Summative Evaluation 2020 some mcq. Class 9 Life Science Full Suggestion 2020. নবম শ্রেনীর জীবন বিজ্ঞানের তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্ব কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন.

     প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের "Online Education Sukesh" এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেনীর তৃতীয় পরীক্ষার প্রস্তুরির জন্য জীবন বিজ্ঞানের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন এই পোস্টে দেওয়া হল। এখানে মোট ৩০টি বহুবিকল্প বিত্তিক প্রশ্ন দেওয়া আছে। তোমাদের নবম শ্রেনীর জীবন বিজ্ঞানের তৃতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ সাজেশনটি পেতে পোস্টির একেবারে নীচে দেওয়া লিঙ্কগুলি থেকে খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারো। আর এরকম নবম থেকে দ্বাদশ শ্রেনী প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে নিয়মিত ভিজিট করো আমাদের KDpublisher.in ওয়েবসাইটটিকে।

আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমার নবম শ্রেনীর এই প্রশ্ন গুলি শুধুমাত্র অনুশীলনের জন্য ব্যবহার করো।

(1) বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দাও :

  • 'সিস্টেমা ন্যাচুরি' গ্রন্থটির রচয়িতা হলেন -
  1. হ্যালডেন
  2. ডারউইন
  3. লিনিয়াস
  4. অ্যারিস্টটল

  • বাষ্পমোচন প্রতিরোধক অভিযোজন দেখা যায় -
  1. জেরোফাইটসে
  2. থ্যালোফাইটসে
  3. এপিফাইটসে
  4. হ্যালোফাইটসে

  • দেহত্বকের নিডোব্লাস্ট নামক দংশক কোশ থাকে -
  1. হাইড্রার
  2. বেরোর
  3. ফিতাকৃমির
  4. জোঁকের

  • অশ্রুতে কোন এন্টিবডি বেশি থাকে -
  1. IgD
  2. IgA
  3. IgB
  4. IgE

  • দেহটি ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত - এটি কোন শ্রেণীর বৈশিষ্ট্য -
  1. মোলাস্কা
  2. একাইনোডারমাটা
  3. হেমিকর্ডাটা
  4. অ্যানিলিডা

  • 'VAM' একটি -
  1. এক্টোমাইকোরাইজা
  2. এন্ডোমাইকোরাইজা
  3. ভাইরাস
  4. ব্যাকটেরিয়া

  • কোশপর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দা রূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন?
  1. রবার্টসন
  2. স্মিট
  3. স্লেইডেন
  4. ড্যানিয়েলি

  • মুখ দিয়ে কোন ভ্যাকসিন গ্রহণ করা হয় -
  1. টাইফয়েড
  2. টিটেনাস
  3. কলেরা
  4. পোলিও

  • নিচে দেওয়া কোন কলার কোষ প্রাচীরের কূপ থাকে -
  1. কোলেনকাইমা
  2. জাইলেম
  3. ফ্লোয়েম
  4. স্ক্লেরেনকাইমা

  • বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা -
  1. একমুখী
  2. বহুমুখী
  3. দ্বিমুখী
  4. ত্রিমুখী

  • নিচের কোনটি প্রোটিনভঙ্গক উৎসেচক -
  1. মলটেজ
  2. অ্যামাইলেজ
  3. গ্যাস্ট্রিক লাইপেজ
  4. ট্রিপসিন

  • কোন শৈবাল জৈব সার রূপে ব্যবহৃত হয় -
  1. ক্লোরেল্লা
  2. নস্টক
  3. কারা
  4. ভলভক্স

  • গ্লুকাগন ক্ষরিত হয় কোথা থেকে -
  1. প্লীহা
  2. যকৃত
  3. অগ্ন্যাশয়
  4. বৃক্ক

  • আরশোলার শ্বাস যন্ত্রের নাম -
  1. ফুলকা
  2. ট্রাকিয়া
  3. ত্বক
  4. বুকগিল

  • C6H12O6 কার সংকেত?
  1. কার্বোহাইড্রেট
  2. প্রোটিন
  3. ফ্যাট
  4. গ্লুকোজ

  • সালোকসংশ্লেষের প্রধান স্থান -
  1. ভাজক কলা
  2. প্যারেনকাইমা কলা
  3. মেসোফিল কলা
  4. কোলেনকাইমা কলা

  • গ্লাইকোলাইসিস এ উৎপন্ন ATP অনুর মোট সংখ্যা -
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৬ টি
  4. ৮ টি

  • গ্লুকোজ + ফ্রুক্টোজ কার উপজাত পদার্থ ?
  1. ল্যাকটোজ
  2. সুক্রোজ
  3. মলটোজ
  4. স্টার্চ

  • টিকা আবিষ্কার হয় কোন সালে -
  1. ১৬৯৬ খ্রিষ্টাব্দে
  2. ১৭৯৬ খ্রিস্টাব্দে
  3. ১৮৯৬ খ্রিস্টাব্দে
  4. ১৯৯৬ খ্রিস্টাব্দে

  • পাট তন্তু এক প্রকার -
  1. জাইলেম তন্তু
  2. ফ্লোয়েম তন্তু
  3. ফাইব্রাস তন্তু
  4. উপরের সবকটি

  • DNA তে শর্করা থাকে -
  1. পেন্টোজ
  2. হেক্সোজ
  3. ট্রায়োজ
  4. মনো শর্করা

  • টিটেনাস রোগের কারণ -
  1. ছত্রাক
  2. ভাইরাস
  3. ব্যাকটেরিয়া
  4. প্রোটোজোয়া

  • রিকেট রোগ প্রদত্ত কোন মৌলের অভাবে হয় -
  1. পটাশিয়াম
  2. ক্যালসিয়াম
  3. কার্বন
  4. আয়োডিন

  • ভিটামিন একপ্রকার -
  1. খাদ্য
  2. পরিপোষক
  3. খনিজ মৌল
  4. উপরের সবগুলি

  • কোনটি পুনঃস্থাপন যোগ্য সম্পদ নয় -
  1. বন
  2. ফসল
  3. কয়লা
  4. মাটি

  • প্রথম জাইলেম ও ফ্লোয়েম কনা দেখা যায় -
  1. শৈবালে
  2. ছত্রাকে
  3. টেরিডোফাইটাতে
  4. ব্রায়োফাইটায়

  • খাদ্যশৃঙ্খলের সাংগঠনিক একক হল -
  1. প্রাথমিক খাদক
  2. খাদ্যজাল
  3. পুষ্টি স্তর
  4. ট্রান্সফর্মার

  • একাধিক পাইরিনয়েডযুক্ত ক্লোরোপ্লাস্ট দেখা যায় -
  1. ভাইরাসে
  2. ব্যাকটেরিয়াতে
  3. শৈবালে
  4. ছত্রাকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close