নবম শ্রেনী
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
ভৌত বিজ্ঞান
৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
WBBSE Class 9 Physical Science Second Exam Suggestion 2020. WB Class 9 Physical Science 2nd Unit Test Suggestion 2020. West Bengal Class 9 Physical Science Second Evaluation Suggestion 2020. Class 9 Physical Science Suggestion 2020 WBBSE. পশ্চিমবঙ্গ নবম শ্রেনী ভৌত বিজ্ঞান দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন ২০২০. নবম শ্রেনী ভৌত বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য ৫০টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য ৫০টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেয়া আছে। নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য যে অধ্যায়গুলি এখানে আলোচনা করা হয়েছে সেগুলি হল -
(১) মোলের ধারণা
(২) পদার্থ : গঠন ও ধর্ম
(৩) দ্রবন
(৪) এসিড, ক্ষার ও লবণ
(৫) কার্য, ক্ষমতা ও শক্তি
- পাস্কাল কি?
- ইমালশনের একটি ব্যবহার লেখ।
- ব্যারোমিটারের পারদ স্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে কি বুঝবে?
- পৃষ্ঠটানের মাত্রীয় সংকেতটি লেখ।
- দুটি অজলীয় দ্রাবকের নাম লেখ।
- ফিটকিরির আণবিক সংকেত লেখ।
- একজন রোগী এসিডিটি এর সমস্যায় ভুগছেন। কোনটি তার সমস্যা সমাধানে সক্ষম - লেবুর রস, বেকিং সোডা, ভিনেগার।
- সালফিউরিক এসিড কোন অক্সাইড থেকে পাওয়া যায়?
- উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় যান্ত্রিক শক্তি সর্বাধিক?
- পারদ স্তম্ভের কিরূপে পাঠে বোঝা যায় যে শীঘ্র বৃষ্টিপাত হতে পারে?
- সন্ধি বেগ কাকে বলে?
- সান্দ্রতাঙ্ক বলতে কী বোঝো?
- বায়ুমন্ডলের কোন কোন গ্যাসের উপস্থিতি অম্ল বৃষ্টির জন্য দায়ী?
- SI তে কার্যের পরম একক কি?
- একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে তার আণবিক গুরুত্ব কত?
- অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে?
- আর্কিমিডিসের সূত্রটি লেখ।
- বার্নৌলির সূত্রটি লেখ।
- ক্ষারকীয় লবণ কাকে বলে উদাহরণসহ লেখ।
- 1 হর্স ক্ষমতা কাকে বলে?
- কেলাসজল কি?
- রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়?
- ক্ষারের ক্ষার ধর্মের জন্য কোন আয়ন দায়ী?
- ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটি লেখো।
- উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখ।
- আর্কিমিডিসের নীতির সাহায্যে জলে অদ্রাব্য ও জল অপেক্ষা বেশি ঘনত্বের কোন কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করা যাবে?
- হুকের সূত্রটি লেখ। ইয়ং গুনাঙ্কের রাশিমালা নির্ণয় করো।
- বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখ।
- দ্রাবক কাকে বলে? উদাহরণ দাও।
- আংশিক পাতন ও বিয়োজী ফানেল দ্বারা পৃথকীকরণ পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখ।
- স্টোন ক্যান্সার কি?
- একটি বস্তুর বেগ 21% বৃদ্ধি পেলে গতিশক্তির শতকরা কি পরিবর্তন হবে?
- প্রচন্ড ঝড়ের সময় কুড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন?
- উত্তাল সমুদ্রের উপর তেল ঢেলে সমুদ্র শান্ত হয় কেন?
- গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো?
- কি শর্তে তামার সঙ্গে গাঢ় হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করবে তা সমিত সমীকরণসহ লেখ।
- কার্যহীন বল বলতে কী বোঝো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
- নির্দেশক গুলির প্রধান কাজ কি? অম্লরাজ কাকে বলে?
- সাইফন কি? বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করে না কেন?
- কলয়েড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য লেখ।
- সাঁতার মানুষের সহজাত নয়, কিন্তু জন্তু জানোয়ারদের স্বভাবগত - কথাটি ব্যাখ্যা করো।
- প্রলম্বন বা সাসপেনশন কাকে বলে?
- দ্রাব্যতার সংজ্ঞাই দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট করা হয় কেন?
- কাজের পরিমাপ বলতে কী বোঝো?
- অনুভূমিক তলে একটি সুটকেস নিয়ে কোন ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। সেটি কি কোন কার্য করছে? তোমার সপক্ষে যুক্তি দিয়ে উত্তর দাও।
- সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে বোতলের মুখে ফিনার সৃষ্টি হয় কেন?
- 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা 65, এর অর্থ কি?
- উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।
- একটি দ্রবণ সম্পৃক্ত ও অসম্পৃক্ত না অতিপৃক্ত তা একটি মাত্র পরীক্ষা দ্বারা কিভাবে শনাক্ত করবে?
- 11 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের STP তে আয়তন নির্ণয় করো।
History Full Suggestion : click here...
Geography Full Suggestion : click here...
Life Science Full Suggestion : click here...
Physical Science Full Suggestion : click here...
Rahul Das class 9 prolombon kake bole
উত্তরমুছুনRahul Das class 9 prolpmbon kake bole
উত্তরমুছুন