নবম শ্রেনী
জীবন বিজ্ঞান
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
WB Class 9 Life Science Second Exam Suggestion Download PDF 2020. West Bengal Class 9 Life Science 2nd Exam Suggestion Download PDF. WBBSE Class 9 Life Science Second Unit Test Suggestion Download PDF. Class 9 Life Science Second Exam Suggestion Download PDF. Class 9 Life Science Model Question Paper PDF Download WBBSE. নবম শ্রেণির জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু বড়ো প্রশ্ন. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের বড়ো প্রশ্নের সাজেশন ২০২০. WB class 9 life science second exam suggestion mcq download pdf. class 9 life science 2nd evaluation some mcq with download pdf. West Bengal class 9 life science 2nd exam suggestion 2020. WBBSE class 9 life science suggestion 2020.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া থেকে কিছু বহুবিকল্পভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য বহুবিকল্ভিপত্তিক প্রশ্ন থাকে সেগুলোর জন্য কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে।
পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় একক অভীক্ষা জন্য জৈবনিক প্রক্রিয়ার জন্য এই আর্টিকেলে শুধুমাত্র প্রশ্নগুলি দেওয়া আছে। তবে এই প্রশ্নগুলো উত্তরসহ নিতে গেলে এই পোষ্টের পিডিএফ লিংক দেওয়া আছে যেগুলি থেকে খুব সামান্য পেমেন্ট করে প্রশ্ন উত্তরসহ পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।
History Full Suggestion : click here...
Geography Full Suggestion : click here...
Life Science Full Suggestion : click here...
Physical Science Full Suggestion : click here...
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ঃ
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস হল -
কার্বন ডাই অক্সাইড
জল
ক্লোরোফিল
সূর্যালোক
মানুষের মুখবিবরে উপস্থিত ক্যানাইন দাঁতের মোট সংখ্যা হল -
1টি
2টি
3টি
4টি
সালোকসংশ্লেষের অন্ধকার দশা কার্বন-ডাই-অক্সাইডের গ্রাহক হিসাবে কাজ করে -
গ্লুকোজ
RuBP
PGA
PGAld
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কোনটি -
জল
কার্বন ডাই অক্সাইড
জল ও কার্বন-ডাই-অক্সাইড
সালফার ডাই অক্সাইড
সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি ঘটে -
দিনের বেলা
রাত্রিতে
দিবারাত্রি উভয় সময়
ভোর বেলাতে
বাহক প্রোটিনের প্রয়োজন হয় -
সাধারণ ব্যাপনে
অভিস্রবণে
সক্রিয় পরিবহনে
বাষ্পমোচনে
ক্লোরোফিলের উপস্থিত ধাতব উপাদানটি হল -
কার্বন
হাইড্রোজেন
ম্যাগনেসিয়াম
অক্সিজেন
কোন্ উদ্ভিদ বাষ্পমোচন অংশগ্রহণ করে না -
পত্ররন্ধ্র
লেন্টিসেল
মূলরোম
কিউটিকল
গ্লাইকোলাইসিস ঘটে কোষের -
প্লাসটিডে
মাইটোকনড্রিয়া
সাইটোপ্লাজম
গলগিবডিতে
ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব এসিডটি হল -
ল্যাকটিক অ্যাসিড
সাইট্রিক এসিড
ম্যালিক এসিড
আইসোসাইট্রিক অ্যাসিড
এম্ফাইসেমা রোগে আক্রান্ত অঙ্গটি হলো -
ফুসফুস
হৃদপিণ্ড
বৃক্ক
যকৃৎ
একটি পতঙ্গভুক উদ্ভিদ হল -
মেনোট্রোপা
কলশপত্রী
রাফ্লেসিয়া
স্বর্ণলতা
বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার -
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
বন্ধ হয়
অ্যালার্জি প্রতিরোধ করে -
নিউট্রোফিল
বেসোফিল
ইওসিনোফিল
মনোসাইট
পতঙ্গ শ্রেণীর প্রধান শ্বাসযন্ত্র হল -
ত্বক
শ্বাসনালী
ফুলকা
ফুসফুস
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হল -
কার্বন ডাই অক্সাইড
গ্লুকোজ
জল
ইলেকট্রন
মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রকে বলে -
শ্বাসনল
শ্বাসবৃক্ষ
শ্বাসপুষ্প
ফুলকা
বদ্ধ সংবহনতন্ত্র বিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণীটি হলো -
মানুষ
কেউটে সাপ
জোঁক
ফড়িং
অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন পাচক উৎসেচক হলো -
টায়ালিন
পেপসিন
ট্রিপসিন
ইরেপসিন
সালোকসংশ্লেষের অন্ধকার দশা উৎপন্ন কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল -
PGAld
গ্লুকোজ
PGA
RuBP
ইস্টের যে উৎসেচক কোহল সন্ধান ঘটায় তা হল -
প্রোটিয়েজ
কার্বক্সিলেজ
হাইড্রোক্সিলেজ
জাইলেম
পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা -
4 জোড়া
6 জোড়া
8 জোড়া
10 জোড়া
মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করে -
মনোট্রোপা
স্বর্ণলতা
লাইকেন
সূর্যশিশির
একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো -
এমাইলেজ
লাইপেজ
ট্রিপসিন
সুক্রেজ
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মৌল বিপাকের জন্য দৈনিক প্রায় কত কিলোক্যালরির প্রয়োজন হয় -
1728
1078
2871
7182
মানব হৃদপিন্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে -
AV নোড
SA নোড
বান্ডিল অফ হিজ
পারকিনজি তন্তু
মানুষের ছেদক দাঁতের সংখ্যা হল -
2 টি
4 টি
6 টি
8 টি
আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল -
2 টি
3 টি
13 টি
14 টি
রিজার্ভ পেসমেকার বলে -
AV নোডকে
SA নোডকে
হিজের বান্ডিলকে
পারকিনজি তন্তুকে
অ্যান্টিবডি তৈরি করে -
নিউট্রোফিল
লিম্ফোসাইট
ইওসিনোফিল
বেসোফিল
মানুষের প্রধান রেচন অঙ্গটি হল -
হৃদপিণ্ড
যকৃৎ
বৃক্ক
পাকস্থলী
একটি অর্ধভেদ্য পর্দা হলো -
কোষ প্রাচীর
ফিল্টার কাগজ
রবার
মাছের পটকা
সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস হল -
PGA
NADPH
কার্বন ডাই অক্সাইড
জল
ফ্লেম কোশ কোন্ প্রাণীর রেচন অঙ্গ -
কেঁচো
চ্যাপ্টা কৃমি
আরশোলা
অ্যামিবা
চিংড়ির দেহে অবস্থিত শ্বাসরঞ্জক হলো -
হিমোগ্লোবিন
হিমোসায়ানিন
হিমএরিথ্রিন
এদের কোনোটিই নয়
মানুষের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থটি হলো -
অ্যামোনিয়া
কিটোন বডি
ইউরিয়া
ইউরিক অ্যাসিড
কোন শ্রেণীর রক্তে কোন প্রকার এন্টিবডি থাকে না -
A
AB
B
O
সিঙ্কোনা গাছের বাকল থেকে প্রাপ্ত উপক্ষার হলো -
ডাটুরিন
রেসারপিন
মরফিন
কুইনাইন
সর্বজনীন দাতার রক্তের বিভাগ হল -
AB
O
A
B
সর্বজনীন গ্রহীতা রক্তের বিভাগ হল -
A
B
O
AB
History Full Suggestion : click here...
Geography Full Suggestion : click here...
Life Science Full Suggestion : click here...
Physical Science Full Suggestion : click here...
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ