Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ _________-এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন?
(ক) আই আই এম ব্যাঙ্গালোর
(খ) আই আই এম কলকাতা
(গ) আই আই এম লখনৌ
(ঘ) আই আই এম নাগপুর
উত্তরঃ (ঘ) আই আই এম নাগপুর
প্রশ্নঃ নেপালের কামি রিতা শেরপা নতুন বিশ্ব রেকর্ড গড়তে _________ সময়ের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন?
(ক) ২২তম
(খ) ২৮তম
(গ) ২৬তম
(ঘ) ২৪তম
উত্তরঃ (গ) ২৬তম
প্রশ্নঃ রাষ্ট্রপতি কোবিন্দ কত তারিখ থেকে জ্যামাইকা এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস সফর করবেন?
(ক) ১০ই মে
(খ) ১৫ই মে
(গ) ১২ই মে
(ঘ) ১৮ই মে
উত্তরঃ (খ) ১৫ই মে
প্রশ্নঃ সম্প্রতি হরিয়ানার সিন্ধু উপত্যকায় নিচের কোনটিতে 5000 বছরের পুরনো জুয়েলারি কারখানা পাওয়া গেছে?
(ক) মিতাথাল
(খ) রাখিগড়ী
(গ) জোগনাখেড়া
(ঘ) কুণাল
উত্তরঃ (খ) রাখিগড়ী
প্রশ্নঃ শীর্ষ ভারতীয় রানার অবিনাশ সাবলে মার্কিন যুক্তরাষ্ট্রে 30 বছরের পুরনো __________ জাতীয় রেকর্ড ভেঙেছেন?
(ক) ৫০০০ মিটার
(খ) ৪০০০ মিটার
(গ) ৩০০০ মিটার
(ঘ) ২০০০ মিটার
উত্তরঃ (ক) ৫০০০ মিটার
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নির্দেশ?
(ক) ইরান
(খ) পাকিস্থান
(গ) আফগানিস্থান
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (গ) আফগানিস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে স্থবির পরমাণু চুক্তি আলোচনা বাঁচাতে EU দূতের সফর নিশ্চিত করেছে?
(ক) পাকিস্থান
(খ) নেপাল
(গ) ইউক্রেন
(ঘ) ইরান
উত্তরঃ (ঘ) ইরান
প্রশ্নঃ UNSC নিচের কোন দেশের উপর বিবৃতি মিশ্রণ করে?
(ক) সুদান
(খ) ইউক্রেন
(গ) রাশিয়া
(ঘ) চিন
উত্তরঃ (খ) ইউক্রেন
প্রশ্নঃ সম্প্রতি WHO-এর কোভিড গণনা নিয়ে প্রশ্ন তোলায় কোন দেশ ভারতে যোগ দিয়েছে?
(ক) বাংলাদেশ
(খ) জাপান
(গ) রাশিয়া
(ঘ) পাকিস্থান
উত্তরঃ (ঘ) পাকিস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের আইনপ্রণেতারা 15 মে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবেন?
(ক) মিশর
(খ) সোমালিয়া
(গ) নরওয়ে
(ঘ) সুদান
উত্তরঃ (খ) সোমালিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ