Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ED FEMA এর বিধানের অধীনে Xiaomi প্রযুক্তি ভারতের _________ এর বেশি জব্দ করেছে?
(ক) ছয় হাজার কোটি
(খ) পাঁচ হাজার কোটি
(গ) তিন হাজার কোটি
(ঘ) আট হাজার কোটি
উত্তরঃ (খ) পাঁচ হাজার কোটি
প্রশ্নঃ কোন দেশে বিরোধীরা অনাস্থা প্রস্তাব শুরু করার পরিকল্পনা করছে?
(ক) শ্রীলঙ্কা
(খ) পাকিস্থান
(গ) নেপাল
(ঘ) ইরান
উত্তরঃ (ক) শ্রীলঙ্কা
প্রশ্নঃ শ্রীলঙ্কায় ওষুধের দাম কত শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে?
(ক) ১০%
(খ) ২০%
(গ) ৩০%
(ঘ) ৪০%
উত্তরঃ (ঘ) ৪০%
প্রশ্নঃ কত তারিখ থেকে বাধ্যতামূলক হবে সোনার হলমার্কিংয়ের দ্বিতীয় ধাপ?
(ক) ১লা আগস্ট
(খ) ১লা ডিসেম্বর
(গ) ১লা জুন
(ঘ) ১ল জুলাই
উত্তরঃ (গ) ১লা জুন
প্রশ্নঃ _________ 1লা মে উজ্জ্বলা দিওয়ালা উপলক্ষে এলপিজি পঞ্চায়েত?
(ক) ৫০০০
(খ) ২০০০
(গ) ৪০০০
(ঘ) ৮০০০
উত্তরঃ (ক) ৫০০০
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছেন?
(ক) সিক্কিম
(খ) গোয়া
(গ) বিহার
(ঘ) কেরালা
উত্তরঃ (গ) বিহার
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য সরকার এই বছরের চারধাম যাত্রার জন্য নির্দেশিকা জারি করেছে?
(ক) তামিলনাড়ু
(খ) হিমালচ প্রদেশ
(গ) উত্তরাখন্ড
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (গ) উত্তরাখন্ড
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য সরকার ধানের সরাসরি বপন গ্রহণকারী কৃষকদের প্রতি একর 1500 টাকা সহায়তা দেবে?
(ক) মহারাষ্ট্র
(খ) পাঞ্জাব
(গ) বিহার
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (খ) পাঞ্জাব
প্রশ্নঃ অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির সুপ্রিমো জন কোটস কত বছর পর পদত্যাগ করেন?
(ক) ২৮
(খ) ৪০
(গ) ১৪
(ঘ) ৩২
উত্তরঃ (ঘ) ৩২
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত মারা গেছেন?
(ক) নেপাল
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) পাকিস্থান
উত্তরঃ (গ) বাংলাদেশ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ