Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "সংগ্রামই জীবন, সংগ্রামহীনতা মৃত্যু ” –কে বলেছেন?
(ক) মহাত্মা গান্ধী
(খ) মাও সে তুং
(গ) নেতাজি সুভাষ চন্দ্র বসু
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে?
(ক) ৪১ তম
(খ) ৪২ তম
(গ) ৪৩ তম
(ঘ) ৪৪ তম
উত্তরঃ (খ) ৪২ তম
প্রশ্নঃ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল -
(ক) তামা
(খ) দস্তা
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) লোহা
উত্তরঃ (ক) তামা
প্রশ্নঃ তালিকোর্টার যুদ্ধ কত সালে হয়?
(ক) ১৫২৬ সালে
(খ) ১৫৬৫ সালে
(গ) ১৫৭৬ সালে
(ঘ) ১৫৮৬ সালে
উত্তরঃ (খ) ১৫৬৫ সালে
প্রশ্নঃ ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) অস্ট্রলিয়া
(খ) ভারত
(গ) দক্ষিণ আফ্রিকা
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ঘ) ইংল্যান্ড
প্রশ্নঃ গদর শব্দের অর্থ কি? -
(ক) স্বাধীনতা
(খ) বিপ্লব
(গ) মুক্তি
(ঘ) স্বরাজ
উত্তরঃ (খ) বিপ্লব
প্রশ্নঃ “নাথুলা পাস” কোথায় অবস্থিত?
(ক) নেপাল হিমালয়
(খ) সিকিম হিমালয়
(গ) ভুটান হিমালয়
(ঘ) কুমায়ুন হিমালয়
উত্তরঃ (খ) সিকিম হিমালয়
প্রশ্নঃ "রূপসী বাংলা"র রচয়িতা কে?
(ক) রাজশেখর বসু
(খ) কামিনী রায়
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তরঃ (ঘ) জীবনানন্দ দাশ
প্রশ্নঃ "বিশ্ব তামাক বিরোধী দিবস" পালিত হয়? -
(ক) ১৬ই মার্চ
(খ) ১৫ই মার্চ
(গ) ১৫ই মে
(ঘ) ৩১শে মে
উত্তরঃ (ঘ) ৩১শে মে
প্রশ্নঃ মিনান্দার কে ছিলেন?
(ক) দ্রাবিড়ীয় রাজা
(খ) একজন আর্যনেতা
(গ) একজন ইন্দো-গ্রিক
(ঘ) আলেকজান্ডারের সৈন্য
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ