Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি "পরীক্ষা পে চর্চা" ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সাথে যোগাযোগ করবে নিচের কোন্ ব্যাক্তি? -
(ক) নরেন্দ্র মোদি
(খ) আমিত শাহ
(গ) ডঃ জিতেন্দ্রা সিংহ
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (ক) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ নীচের কোন রাজ্যে সরকার সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের অধীনে অশান্ত এলাকা হ্রাস করে? -
(ক) মণিপুর
(খ) নাগাল্যান্ড
(গ) আসাম
(ঘ) উপরের সবগুলি রাজ্যে
উত্তরঃ (ঘ) উপরের সবগুলি রাজ্যে
প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছাবেন? -
(ক) শ্রীলঙ্কা
(খ) আস্ট্রেলিয়া
(গ) জাপান
(ঘ) নেপাল
উত্তরঃ (ঘ) নেপাল
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইমরানের "বিদেশী ষড়যন্ত্র" অভিযোগের জবাব দিয়েছে? -
(ক) ভারত
(খ) ইরান
(গ) আমেরিকা
(ঘ) ইরাক
উত্তরঃ (গ) আমেরিকা
প্রশ্নঃ RBI ব্যাঙ্কগুলির ATM-এ লকযোগ্য ক্যাসেট ব্যবহার করার সময়সীমা কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? -
(ক) ফেব্রুয়ারি ২০২৩
(খ) এপ্রিল ২০২৩
(গ) মার্চ ২০২৩
(ঘ) জানুয়ারি ২০২৩
উত্তরঃ (গ) মার্চ ২০২৩
প্রশ্নঃ সম্প্রতি কে আইপিএলে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন? -
(ক) জাস্প্রিত ভুমরাহ
(খ) ডবেন ব্রাবো
(গ) আর আশ্মিন
(ঘ) কগিসো রবাডা
উত্তরঃ (খ) ডবেন ব্রাবো
প্রশ্নঃ কোন রাজ্যে পাবলিক প্লেসে মুখোশ না পরার জন্য আর জরিমানা নেই? -
(ক) দিল্লি
(খ) গোয়া
(গ) মহারাষ্ট্র
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ক) দিল্লি
প্রশ্নঃ ক্রিপ্টোকারেন্সির উপর কত শতাংশ কর দিতে হবে? -
(ক) ৪০
(খ) ৩০
(গ) ২০
(ঘ) ১০
উত্তরঃ (খ) ৩০
প্রশ্নঃ সম্প্রতি লোকসভা ত্রিপুরার ST তালিকায় কতগুলি উপজাতি অন্তর্ভুক্ত করার জন্য একটি বিল পাস করেছে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তরঃ (খ) দুটি
প্রশ্নঃ সম্প্রতি ভারতের কোন্ রাজ্য প্রথম রাজ্য হয়ে উঠেছে যে জনসাধারণের জায়গায় মাস্ক ঐচ্ছিক করে দিয়েছে?
(ক) গোয়া
(খ) পশ্চিমবঙ্গ
(গ) মহারাষ্ট্র
(ঘ) কেরালা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ