Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) ফ্রান্সে
(খ) চীনে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) ব্রিটেনে
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
প্রশ্নঃ সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? -
(ক) কিউবা
(খ) বুলগেরিয়া
(গ) বলিভিয়া
(ঘ) ইজিপ্টে
উত্তরঃ (ঘ) ইজিপ্টে
প্রশ্নঃ পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ -
(ক) মালয়েশিয়া
(খ) ফিলিপাইন
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (গ) ইন্দোনেশিয়া
প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? -
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড ওয়েভেল
(গ) ক্লিমেন্ট অ্যাটলি
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তরঃ (ক) লর্ড মাউন্টব্যাটেন
প্রশ্নঃ কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? -
(ক) ৭৬ বছর
(খ) ৭৭ বছর
(গ) ৭৮ বছর
(ঘ) ৭৯ বছর
উত্তরঃ (ক) ৭৬ বছর
প্রশ্নঃ আসাম রাজ্যের রাজধানীর নাম কি? -
(ক) শিলং
(খ) গোয়াহাটি
(গ) গ্যাংটক
(ঘ) দিসপুর
উত্তরঃ (ঘ) দিসপুর
প্রশ্নঃ রক্ত কণিকা সৃষ্টিকারী কলাকে কী বলা হয়? -
(ক) লাইসোজাইম কলা
(খ) হেমাটোপোয়েটিক কলা
(গ) হলোফাইটিক কলা
(ঘ) এন্ডোপ্লাজমিক কলা
উত্তরঃ (ঘ) এন্ডোপ্লাজমিক কলা
প্রশ্নঃ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন - এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? -
(ক) বি আর আম্বেদকর
(খ) বি ডি সাভারকর
(গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
প্রশ্নঃ মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? -
(ক) ১২ জোড়া
(খ) ৩১ টি
(গ) ১২ টি
(ঘ) ৩১ জোড়া
উত্তরঃ (ঘ) ৩১ জোড়া
প্রশ্নঃ হিরাকুস বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত? -
(ক) নর্মদা
(খ) গোদাবরী
(গ) মহানদী
(ঘ) কোনটিই নয়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ