Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ রজত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
(ক) ডিমের উৎপাদন বৃদ্ধি
(খ) আলুর উৎপাদন বৃদ্ধি
(গ) সার উৎপাদন বৃদ্ধি
(ঘ) চিংড়ির উৎপাদন বৃদ্ধি
উত্তরঃ (ক) ডিমের উৎপাদন বৃদ্ধি
প্রশ্নঃ কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়?
(ক) হল্যান্ড
(খ) পোল্যান্ড
(গ) ইউক্রেন
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (গ) ইউক্রেন
প্রশ্নঃ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ১০টি
উত্তরঃ (গ) ৯টি
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সেনা সন্মান কোনটি?
(ক) বীরচক্র
(খ) পরমবীর চক্র
(গ) ভারতরত্ন
(ঘ) পদ্মশ্রী
উত্তরঃ (খ) পরমবীর চক্র
প্রশ্নঃ অর্থনীতির জনক কাকে বলা হয়?
(ক) রুশোকে
(খ) ম্যাকিয়াভেলীকে
(গ) অ্যাডাম স্মিথকে
(ঘ) তুষার ব্যানার্জিকে
উত্তরঃ (গ) অ্যাডাম স্মিথকে
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন -
(ক) সুপ্রিম কোর্ট
(খ) প্রধানমন্ত্রী
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) অ্যাটর্নি জেনারেল
উত্তরঃ (ঘ) অ্যাটর্নি জেনারেল
প্রশ্নঃ ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
(ক) ১৫ বছর
(খ) ১২ বছর
(গ) ১০ বছর
(ঘ) ৭ বছর
উত্তরঃ (খ) ১২ বছর
প্রশ্নঃ ভূমি সংস্কারে কারা উপকার পায়? -
(ক) কৃষি শ্রমিক
(খ) বর্গাদার
(গ) সমবায় কৃষক
(ঘ) ক্ষুদ্র কৃষক
উত্তরঃ (ক) কৃষি শ্রমিক
প্রশ্নঃ অস্ত্র আইন কে পাশ করেন? -
(ক) লর্ড মিন্টো
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড লিটন
(ঘ) লর্ড ক্যানিং
উত্তরঃ (গ) লর্ড লিটন
প্রশ্নঃ আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? -
(ক) বাণভট্ট
(খ) আবুল ফজল
(গ) অশ্বঘোষ
(ঘ) জয়দেব
উত্তরঃ (খ) আবুল ফজল
প্রশ্নঃ ভারতের বিসমার্ক কাকে বলা হয়? -
(ক) কেশবচন্দ্র সেন
(খ) মহাত্মা গান্ধী
(গ) বল্লভ ভাই প্যাটেল
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ