Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "র্যাডক্লিফ লাইন" কোন দুটি দেশের সীমানা বিভাজন রেখা? -
(ক) জার্মানি ও পোল্যান্ড
(খ) ফ্রান্স ও জার্মানি
(গ) ভারত ও পাকিস্থান
(ঘ) ভারতে ও চিন
উত্তরঃ (গ) ভারত ও পাকিস্থান
প্রশ্নঃ কোন্ গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে? -
(ক) থাইরয়েড
(খ) হাইপোথ্যালামাস
(গ) পিনিয়াল বডি
(ঘ) পিটুইটারি
উত্তরঃ (খ) হাইপোথ্যালামাস
প্রশ্নঃ পরিবেশ দূষণের ফলে সবচেয়ে দ্রুতহারে কি বিলুপ্ত হচ্ছে? -
(ক) বিভিন্ন পশু
(খ) পাখি
(গ) কীটপতঙ্গ
(ঘ) অনুজীব
উত্তরঃ (গ) কীটপতঙ্গ
প্রশ্নঃ ক্যানসার সৃষ্টির জন্য দায়ী -
(ক) সেলফিশ জিন
(খ) লাক্সারি জিন
(গ) প্রোটোঅঙ্কোজিন
(ঘ) অঙ্কোজিন
উত্তরঃ (ঘ) অঙ্কোজিন
প্রশ্নঃ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
(ক) ম্যাকেয়াভেলী
(খ) রুশো
(গ) অস্টিন
(ঘ) মঁতেস্কু
উত্তরঃ (ঘ) মঁতেস্কু
প্রশ্নঃ Diplopia শরীরের কোন্ অংশের রোগ? -
(ক) ফুসফুস
(খ) হৃৎপিন্ড
(গ) মস্তিষ্ক
(ঘ) চোখ
উত্তরঃ (ঘ) চোখ
প্রশ্নঃ উদীয়মান শিল্প কাকে বলা হয়? -
(ক) পেট্রোরসায়ন শিল্প
(খ) কাগজ শিল্প
(গ) তাঁত শিল্প
(ঘ) মোটর শিল্প
উত্তরঃ (ক) পেট্রোরসায়ন শিল্প
প্রশ্নঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? -
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) গান্ধিজী
(গ) রাসবিহারী বসু
(ঘ) যতীন দাস
উত্তরঃ (ঘ) যতীন দাস
প্রশ্নঃ স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন? -
(ক) জন ওয়াকার
(খ) গ্রাহাম বেল
(গ) জেমস ওয়াট
(ঘ) টমাস সেন্ট
উত্তরঃ (গ) জেমস ওয়াট
প্রশ্নঃ সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) রাজীব গান্ধী
(খ) ইন্দিরা গান্ধী
(গ) জহরলাল নেহেরু
(ঘ) সঞ্জয় গান্ধী
উত্তরঃ (ক) রাজীব গান্ধী
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? -
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) পালি
(ঘ) হিন্দি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ