Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ম্যাকাও বন্দর কোন দেশে অবস্থিত?
(ক) চীনে
(খ) ব্রাজিলে
(গ) উত্তর কোরিয়া
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (ক) চীনে
প্রশ্নঃ ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে?
(ক) পুনেতে
(খ) হুগলীতে
(গ) কোলকাতায়
(ঘ) নাগপুরে
উত্তরঃ (খ) হুগলীতে
প্রশ্নঃ হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন?
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) মহাত্মা গান্ধী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (খ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ বনফুল কার ছদ্মনাম?
(ক) অখিলচন্দ্র নিয়োগী
(খ) রামরাম বসু
(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(ঘ) বিমল মিত্র
উত্তরঃ (গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্নঃ ভারতীয় নবজাগরণের অগ্ৰদূত বলা হয় কাকে?
(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(খ) ডিরোজিও
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (ঘ) রামমোহন রায়
প্রশ্নঃ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কে?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) আফ্রিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তরঃ (গ) আফ্রিকা
প্রশ্নঃ ভারতের সাংবাদিকতার অগ্ৰদূত বলা হয় কাকে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তরঃ (ঘ) রাজা রামমোহন রায়
প্রশ্নঃ ভারতের প্রথম মুখ্যনির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) রনজিৎ সিনহা
(খ) অজয় মুখার্জি
(গ) সুকুমার সেন
(ঘ) নাগেন্দ্র সিং
উত্তরঃ (গ) সুকুমার সেন
প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
(ক) রাজা রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়?
(ক) ১৭৭৪
(খ) ১৭৭০
(গ) ১৭৬৮
(ঘ) ১৭৬৬
উত্তরঃ (ক) ১৭৭৪
প্রশ্নঃ একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় হল-
(ক) ভূপাল গ্যাস দুর্ঘটনা
(খ) মিনামাটা বিপর্যয়
(গ) চের্নোবিল বিপর্যয়
(ঘ) সবগুলোই
উত্তরঃ (ঘ) সবগুলোই
প্রশ্নঃ বিশ্বের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ব্রিটেনের মূল্যবান উপনিবেশ ছিল কোন দেশ?
(ক) শ্রীলঙ্কা
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) চীন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ