Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ স্বাস্থ্যব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরী কে বলেছেন?
(ক) গান্ধীজী
(খ) বাবুজি
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যের ভোট গণনায় প্রথম EVM ব্যবহার করা হয়?
(ক) কর্ণাটক
(খ) তামিলনাড়ু
(গ) কেরলে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তরঃ (গ) কেরলে
প্রশ্নঃ পৃথিবীর কসাইখানা নামে পরিচিত?
(ক) নিউইয়র্ক
(খ) বেজিং
(গ) টোকিও
(ঘ) শিকাগো
উত্তরঃ (ঘ) শিকাগো
প্রশ্নঃ ইস্পাতের বর্জ্য দিয়ে তৈরি স্টিল রোড ভারতের কোন্ রাজ্যে? -
(ক) উত্তর প্রদেশে
(খ) গুজরাটে
(গ) তামিলনাড়ুতে
(ঘ) কর্ণাটকে
উত্তরঃ (খ) গুজরাটে
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোন্টি? -
(ক) পদ্মশ্রী
(খ) ভারতরত্ন
(গ) পরমবীরচক্র
(ঘ) বীরচক্র
উত্তরঃ (গ) পরমবীরচক্র
প্রশ্নঃ বাংলা দুঃখ হিসেবে কোন নদী পরিচিত? -
(ক) দামোদর
(খ) তিস্তা
(গ) সুবর্ণরেখা
(ঘ) মহানদী
উত্তরঃ (ক) দামোদর
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোন্টি? -
(ক) আন্দিজ
(খ) আল্পস
(গ) রকি
(ঘ) হিমালয়
উত্তরঃ (ক) আন্দিজ
প্রশ্নঃ নীচের কোন্টি রাসায়নিক পরিবর্তন নয়? -
(ক) কাগজের জ্বলন
(খ) খাদ্যের পাচন
(গ) জলের বাষ্পীভবন
(ঘ) কয়লার দহন
উত্তরঃ (গ) জলের বাষ্পীভবন
প্রশ্নঃ সর্বজনীন দাতা বলা হয় কোন্ গ্রুপের রক্তকে? -
(ক) AB
(খ) A
(গ) B
(ঘ) O
উত্তরঃ (ক) AB
প্রশ্নঃ নীচের কোন্ শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়? -
(ক) চেন্নাই
(খ) কোচি
(গ) বিশাখাপত্তনম
(ঘ) মাদুরাই
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ