gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 25-03-2022
প্রশ্ন : পায়রার ডানার পালক এর সংখ্যা -
(ক) 13(খ) 23
(গ) 33
(ঘ) 25
উত্তর : (গ) 33
প্রশ্ন : গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? -
(ক) আয়োডিন(খ) ভিটামিন-এ
(গ) ভিটামিন
(ঘ) ভিটামিন-সি
উত্তর : (ক) আয়োডিন
প্রশ্ন : নীচের কোন জাতীয় উদ্যানটি কেরলে অবস্থিত? -
(ক) কেইবুল নামাজে(খ) পেঞ্চ
(গ) পেরিয়ার
(ঘ) চন্দ্রপ্রভা
উত্তর : (গ) পেরিয়ার
প্রশ্ন : ইক্ষুচিনি বা বিটাচিনি বলা হয় কোনটিকে? -
(ক) ফ্রুক্টোজ(খ) গ্লুকোজ
(গ) সুক্রোজ
(ঘ) রাইবুলোজ
উত্তর : (ক) ফ্রুক্টোজ
প্রশ্ন : স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল -
(ক) সম্পূর্ণ স্বাধীনতা জন্য আন্দোলন(খ) কংগ্রেসের কর্মসূচি বর্জন
(গ) আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
(ঘ) চরমপন্থা অবলম্বন করা
উত্তর : (গ) আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
প্রশ্ন : সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি -
(ক) H2O(খ) CO2
(গ) NO2
(ঘ) SO2
উত্তর : (ক) H2O
প্রশ্ন : আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন -
(ক)১৬০০ ক্যালরি(খ) ২০০০ ক্যালরি
(গ) ২৫০০ ক্যালরি
(ঘ) ২৮০০ ক্যালরি
উত্তর : (গ) ২৫০০ ক্যালরি
প্রশ্ন : জনস্বার্থ মামলা ধারণাটি নেওয়া হয়েছে -
(ক) রাশিয়া(খ) অস্ট্রেলিয়া
(গ) ব্রিটেন
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর : (গ) ব্রিটেন
প্রশ্ন : পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্য ভুক্ত করেন -
(ক) মিন্টো(খ) ডালহৌসি
(গ) এলগিন
(ঘ) মর্লে
উত্তর : (খ) ডালহৌসি
প্রশ্ন : ভারতে কৃষিজমির গড় আয়তন -
(ক) 2 হেক্টরের কম(খ) 2-4 হেক্টর
(গ) 3-5 হেক্টর
(ঘ) 4-5 হেক্টর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ