Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদি __________ তারিখে "পরীক্ষা পে আলোচনা"-তে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন।
(ক) ১লা এপ্রিল
(খ) ২রা এপ্রিল
(গ) ৩রা এপ্রিল
(ঘ) ৪ঠা এপ্রিল
উত্তরঃ (ক) ১লা এপ্রিল
প্রশ্নঃ পাঞ্জাব থেকে AAP-এর কতজন মনোনীত প্রার্থী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? -
(ক) দুই
(খ) পাঁচ
(গ) আট
(ঘ) ছয়
উত্তরঃ (খ) পাঁচ
প্রশ্নঃ প্রধানমন্ত্রী শিখ বুদ্ধিজীবীদের প্রতিনিধিদলের সাথে __________তে সাক্ষাৎ করেন। -
(ক) দিল্লি
(খ) মহারাষ্ট্র
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ক) দিল্লি
প্রশ্নঃ নয়াদিল্লিতে দশ দিনের লাল কেল্লা উৎসব-ভারত ভাগ্য বিধাতা কবে শুরু হবে? -
(ক) ২২শে মার্চ
(খ) ২৩শে মার্চ
(গ) ২৪শে মার্চ
(ঘ) ২৫শে মার্চ
উত্তরঃ (ঘ) ২৫শে মার্চ
প্রশ্নঃ কেন্দ্র FCRS নিবন্ধন শংসাপত্রের বৈধতা __________ পর্যন্ত বাড়িয়েছে।
(ক) এপ্রিল ২০২২
(খ) মে ২০২২
(গ) জুন ২০২২
(ঘ) জুলাই ২০২২
উত্তরঃ (গ) জুন ২০২২
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হবেন? -
(ক) ভারত
(খ) শ্রীলঙ্কা
(গ) বাংলাদেশ
(ঘ) পাকিস্তান
উত্তরঃ (ঘ) পাকিস্তান
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ বৃহত্তম ICBM-এর পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করেছে? -
(ক) জাপান
(খ) রাশিয়া
(গ) উত্তর কোরিয়া
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (গ) উত্তর কোরিয়া
প্রশ্নঃ বাঙালি অভিনেতা অভিষেক চ্যাটার্জি _________ বছর বয়সে মারা গেছেন? -
(ক) ৩৯ বছর
(খ) ৫৭ বছর
(গ) ৬২ বছর
(ঘ) ৪৮ বছর
উত্তরঃ (খ) ৫৭ বছর
প্রশ্নঃ যোগী আদিত্যনাথ __________তে টানা দ্বিতীয় মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন? -
(ক) অধ্যায়
(খ) প্রয়াগরাজ
(গ) বারানসী
(ঘ) লখনৌ
উত্তরঃ (ঘ) লখনৌ
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে উইং ইন্ডিয়া প্রদর্শনীর উদ্বোধন করেন? -
(ক) রাজনাথ সিং
(খ) পিয়ুশ গোয়েল
(গ) আমিত শাহ
(ঘ) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ